বড়লেখায় মোবাইলের দোকানে চুরি

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০২১

বড়লেখায় মোবাইলের দোকানে চুরি

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখা পৌরশরের আল আমিন মার্কেটের হাইটেক মোবাইলের দোকানে চুরি হয়েছে। গতকাল সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাতের যেকোনো একসময় এই চুরির ঘটনা ঘটে।

দোকান মালিকের দাবি, চোরেরা ক্যাশবক্সে রাখা মোবাইলের মিনিট কার্ডসহ নগদ ৭০ হাজার টাকা, বিকাশের তিনটি মোবাইলফোন ও বিভিন্ন ব্র্যান্ডের ২৫টি মোবাইল ফোনসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে। খবর পেয়ে মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে পুলিশ দোকানটি পরির্দশন করেছে।

এর আগে চলতি মাসের শুরুতে শহরের রেলওয়ে মার্কেটে দুটি ভূষিমালের দোকানে চুরির ঘটনা ঘটে। একের পর এক দোকানে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো গতকাল সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান দোকান মালিক শাহবাব আহমদ। পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তিনি দোকানে এসে দেখতে পান দোকানের তালা খোলা। শার্টার খুলে দেখেন ভেতরে মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল অগোছালো। বিভিন্ন ব্র্যান্ডের ২৫টি মোবাইলফোন ও ক্যাশবাক্সে রাখা মোবাইলের মিনিট কার্ডসহ নগদ ৭০ হাজার টাকা ও বিকাশের তিনটি মোবাইলফোন নেই।

দোকান মালিক শাহবাব আহমদ মঙ্গলবার রাতে জানান, ধারণা করছি সোমবার রাতের কোনো এক সময় আল আমিন মার্কেটের পেছনের গেট দিয়ে চোরচক্র মার্কেটে প্রবেশ করেছে। পরে তারা আমার দোকানের তালা খোলে বিভিন্ন ব্র্যান্ডের ২৫টি মোবাইলফোন ও ক্যাশবাক্সে রাখা মোবাইলফোনের মিনিট কার্ডসহ নগদ ৭০ হাজার টাকা ও বিকাশের তিনটি মোবাইলফোন নিয়ে গেছে। পুলিশ দুপুরে দোকান পরিদর্শন করেছে। পুলিশের কাছে আমার দাবি তারা যেন দ্রুত চোরদের শনাক্ত করে আমার দোকান থেকে চুরি হওয়া মোবাইলগুলো উদ্ধারের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ মঙ্গলবার রাতে বলেন, খবর পেয়ে চুরি হওয়া দোকানটি সরেজমিন পরিদর্শন করেছি। দোকান মালিককে থানায় অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ