বড়লেখায় শিক্ষক হত্যা ও হেনস্তার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জুন ৩০, ২০২২

বড়লেখায় শিক্ষক হত্যা ও হেনস্তার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার এবং নড়াইলে মির্জাপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে হেনস্তার প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) বেলা দুইটায় পৌরশহরের দক্ষিণবাজার এলাকায় নূরজাহান মার্কেটের সামনে সম্মিলিত শিক্ষক সমাজ এই কর্মসূচির আয়োজন করে। দেড়ঘন্টা ব্যাপী চলা মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফর রহমান চুন্নু, উপজেলা স্কাউট সম্পাদক রিয়াজুল ইসলাম, উপজেলা সরকারি কলেজ সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মো. জসিম উদ্দিন, প্রভাষক এমএ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক স্বপন কুমার চৌধুরী, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মুহিবুর রহমান, প্রভাষক এমএ গোলাম রাব্বানি, প্রধান শিক্ষক অঞ্জনা রানী দে, জাতীয়করণকৃত বিদ্যালয় কল্যাণ সমিতির সভাপতি সামছুল ইসলাম, উপজেলা সহকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম, প্রভাষক তারেক আহমদ ও শিক্ষক আব্দুল হামিদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্নস্থানে প্রায়ই শিক্ষকরা কর্মক্ষেত্রে নানাভাবে হয়রানী ও লাঞ্ছনার শিকার হচ্ছেন। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যার কারণে এসব ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। যা শিক্ষকদের জন্য লজ্জার ও উদ্বেগের। সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার এবং নড়াইলে মির্জাপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে প্রকাশ্যে লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সারা দেশের শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান বক্তরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ