ভূমির প্রকৃত মালিকদের নিয়ে মিথ্যাচার ও হয়রানি করছেন প্রবাসী হীরা

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, জুন ২৭, ২০২১

ভূমির প্রকৃত মালিকদের নিয়ে মিথ্যাচার ও হয়রানি করছেন প্রবাসী হীরা

সিলেট প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন
অনলাইন ডেস্ক

সিলেট নগরীর চালিবন্দরের মাদানি সিটির বেশ কয়েকটি প্লট দখলে রেখে মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে প্রকৃত মালিকদের বিরুদ্ধে অপপ্রচার এবং একের পর এক মামলা দিয়ে হয়রানি করছেন গোলাম কিবরিয়া হীরা নামের এক প্রবাসী। সম্প্রতি সিলেটে সংবাদ সম্মেলন করে তিনি প্রকৃত মালিকদের নিয়ে যে সব বক্তব্য প্রদান করেছেন তা মিথ্যা এবং ভিত্তিহীন। রোববার সিলেট প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন নগরীর চালিবন্দর এলাকার বাসিন্দা হাবিবুর রজমান মজলাই।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মজলাই বলেন, এলাকায় তার ব্যবসায়ীক ও সামাজিক পরিচিতি রয়েছে। তিনি গত সিটি নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচনও করেছেন। কিন্তু তিনি এবং মনীন্দ্র রঞ্জন দে, এডভোকেট মহানন্দ পাল, সুকেশ দাস, আবু সাঈদ অভিকে নিয়ে সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেন প্রবাসী হীরা। যা ভিত্তিহীন ও মানহানিকর। মূলত তিনিই বিভিন্ন স্থানে নিরীহ ও অসহায় মানুষের ভূমি দখলের জন্য মরিয়া হয়ে রয়েছেন।’
গোলাম কিবরিয়া হীরার জমি দখলের নানা ফিরিস্তির কথা তুলে ধরে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘হিরার নিজস্ব লাঠিয়াল বাহিনী রয়েছে। তিনি কাস্টঘরের সুবোধ শ্যামকে নি:সন্তান দেখিয়ে কোটি টাকার সম্পত্তি জাল দলিল সম্পাদনের মাধ্যমে আত্মসাৎ করেন, এ অভিযোগে তার বিরুদ্ধে সিলেট আদালতে মামলা চলমান আছে। একই ভাবে দক্ষিণ সুরমার জৈনপুরেও মহালক্ষীবাড়ি দেবোত্তর কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগও আছে। পাশাপাশি ওই এলাকার শুক্লা চক্রবর্তী গংদের ভিটে-মাটি দখলের মামলায় তিনি অভিযুক্ত, যা আদালতে বিচারাধীন আছে।’
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রবাসী গোলাম কিবরিয়া হীরা জমির প্রকৃত মালিকের অগোচরে জাল দলিল সম্পাদনের মাধ্যমে জমি দখল করেন। এ নিয়ে স্বত্ব মোকাদ্দমা আলাদতে তাকে বিবাদী করে মামলা করেন আবদুল মছব্বির। অথচ সংবাদ সম্মেলনে হীরা এ নিয়েও মিথ্যাচার করেছেন। তিনি মছব্বিরের কাছ থেকে জমি ক্রয় করেছিল বলে দাবি করেন, যা সম্পূর্ণ মিথ্যা। পাশাপাশি মাদানি সিটিতে প্রভাব খাঁটিয়ে কয়েকটি প্লটও দখলে রেখেছেন তিনি। এ নিয়ে থানায় মামলা চলমান আছে। এছাড়া তার বিরুদ্ধে রাতের আঁধারে বাড়ি ভেঙে মালামাল চুরির অভিযোগও রয়েছে।’ গোলাম কিবরিয়া হীরা চক্রের দীর্ঘদিনে ভূমি আত্মসাত নাটকের অবসান ঘটাতে এবং ভূমির প্রকৃত মালিকদের হয়রানি থেকে মুক্তি দিতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ