‘ভোট হবে ইভিএমে, কে কোথায় ভোট দেবে তা আমাদের কাছে সব চলে আসবে’

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২২

‘ভোট হবে ইভিএমে, কে কোথায় ভোট দেবে তা আমাদের কাছে সব চলে আসবে’

অনলাইন ডেস্ক :: পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের প্রচারণায় আওয়ামী লীগের এক নেতার বক্তব্য নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তার বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শনিবার সন্ধ্যায় ইউনিয়নের তাঁতেরকাঠী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি উঠান বৈঠকে জোবায়দুল হক রাসেল ওই বক্তব্য দেন। এসময় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম ফারুকসহ অন্যান্য নেতারা তার পাশে বসা ছিলেন। সামনে ছিলেন স্থানীয়রা।
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্যের এমন বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

ভাইরাল হওয়া ৩৭ সেকেন্ডের ভিডিওতে আওয়ামী লীগ নেতা জোবায়দুল হক রাসেল বলেন, ‘ভোট হবে ইভিএমে, কে কোথায় ভোট দেবে তা কিন্তু আমাদের কাছে চলে আসবে। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশনেরও কিছু নাই। যারা ভোট দেতে যাবেন, ইনশআল্লাহ নৌকায় ভোট দেবেন। দেখা হবে ২৮ তারিখ।’

ওই ইউনিয়নের একাধিক ভোটার জানান, ইভিএম এ ভোট হবে, তা নিয়ে যদি কোন নেতা এমন মন্তব্য করেন, তাহলে আমরা কি মনে করবো। এভাবে বললে সাধারণ ভোটারাতো ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে না। আমরা এ ব্যাপারে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি।

পটুয়াখালী জেলা সিনিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান বলেন, ‘ইভিএম-এ ভোটগ্রহণ নিয়ে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্যের বিষয়ে জানতে পেরেছি। এ বিষয়ে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে আমরা আইনগতভাবেই ব্যবস্থা নিতে বলে দিয়েছি।’

আওয়ামী লীগ নেতা জোবায়দুল হক রাসেলের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, আগামী ২৭ জুলাই পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র : বিডি প্রতিদিন

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ