মহানবী সা.কে নিয়ে কটুক্তির প্রতিবাদের সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের মিছিল সমাবেশ

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, জুন ১০, ২০২২

মহানবী সা.কে নিয়ে কটুক্তির প্রতিবাদের সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের মিছিল সমাবেশ

সিলনিউজ বিডি ডেস্ক :: ভারতে বিজেপি নেত্রী নুপুর শর্মা কর্তৃক প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি ও চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের এর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়। গতকাল ১০ জুন শুক্রবার বাদ জুম্মা সিলেট বন্দরবাজার কেন্দ্রিয় জামে মসজিদের সামন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্ট সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান মইনুল ইসলাম আশরাফী’র সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন হাফিজ মাওলানা কামাল উদ্দিন, মাওলানা জসিম উদ্দিন, ব্যাবসায়ী দিলোয়ার হোসেন দুলু, খাইরুল ইসলাম, আলী আকবর, কারী আবু বকর রশিদ মামুন ইয়ামিন, হাফিজ ইমরান, আনিসুল হক প্রমুখ।

এছাড়াও মিছিলে দল মত নির্বিশেষে সকল ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন। মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা মহানবী (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অনতিবিলম্বে কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় মুসলিম তৌহিদী জনতা কঠোর কর্মসূচি সহ বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে।

বক্তারা আরো বলেন, ‘বিশ্বের প্রায় সকল মুসলিম রাষ্ট্র এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যেও তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ভারতীয় পণ্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। অথচ ৯০ ভাগ মুসলমানের দেশ হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এর কোন প্রতিক্রিয়া জানানো হয়নি, যা এদেশের মুসলমানদেরকে ব্যথিত করেছে। বক্তারা অনতিবিলম্বে এ কটুক্তির বিরুদ্ধে নিন্দা জানানোর জন্য সরকারের প্রতি আহবান জানান।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ