মহান স্বাধীনতা দিবসে হৃদয়ে-৭১ ফাউন্ডেশনের আলোচনা সভা

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২১

মহান স্বাধীনতা দিবসে হৃদয়ে-৭১ ফাউন্ডেশনের আলোচনা সভা

একাত্তরের মুক্তি সংগ্রামের ধারক ও বাহক হৃদয়ে-৭১, ফাউন্ডেশনের নেতৃবৃন্দ মহান স্বাধীনতা দিবসের দ্বিপ্রহরে সিলেট নগরীর চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সকাল ১০ টায়। এর পর বিকাল ৫ টায় এক আলোচনা সভা সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আহমদ জেসির সভাপতিত্বে নগরীর আম্বরখানার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব। নেতৃবৃন্দ বলেন, ৭১ সালের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের স্বাধীনতা ঘোষণা দেন। তৎকালীন সাড়ে ৭ কোটি বাঙ্গালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দিনে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। জাতি পায় একটি মাথা গোজার স্বাধীন ভূখন্ড। সভায় বলা হয় বঙ্গবন্ধুর অবদান সমগ্র জাতি যুগ যুগ ধরে তাকে চিরদিন স্বরণ করবেন। সভায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সফল ভাবে সম্পন্ন করার আহবান জানানো হয়। সভায় মুজিব জন্ম শতবর্ষ উদযাপন সঠিক ভাবে পালন করায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন লেখক সাংবাদিক রুহুল ইসলাম মিঠু, সিলেট জেলা ছাত্রলীগ নেতা ফেরদৌস আলম, হুমায়ূন রশিদ শাহীন, মফিজুর রহমান মফি, আবু বক্কর পারভেজ, ছাত্রলীগ নেতা শাকিল রেহমান, আব্দুর রহমান, শাওন, ডালিম, রুবেল প্রমুখ। -বিজ্ঞপ্তি

 

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ