মাধবপুরে বিলুপ্ত প্রজাতির ‘লজ্জাবতী’ বানর উদ্ধার

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২২

মাধবপুরে বিলুপ্ত প্রজাতির ‘লজ্জাবতী’ বানর উদ্ধার

মাধবপুরে বিলুপ্ত প্রজাতির ‘লজ্জাবতী’ বানর উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী একটি গ্রাম থেকে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর (স্লো লরিশ) উদ্ধার করা হয়েছে। প্রাণীটিকে দেখতে উৎসুক জনতা ভীড় জমান।

আজ বৃহস্পতিবার দুপুরে প্রকৃতি ও বণ্যপ্রাণী সংরক্ষন বিভাগের নিকট এটি হস্তান্তর করা হয়েছে।

পাখিপ্রেমী সোসাইটির সভাপতি মোজাহিদ মসি জানান, গত ১৯ এপ্রিল রাতে মাধবপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী কমলপুর গ্রামের লোকালয়ে বিরল প্রজাতীর প্রাণীটি সন্ধান মিলে। জনতার সহযোগীতায় প্রাণীটি আটক করে বাড়িতে নিয়ে খাঁচায় আটক করা হয়। রাতের কোনো এক সময় নেট কেটে ওই প্রাণীটি পালিয়ে যায়। বুধবার রাতে খোঁজাখুজি করতে গিয়ে বাড়ির পাশে একটি নির্জন স্থান থেকে বৃষ্টিভেজা ও অনেক টা অসুস্থ অবস্থায় পুনরায় প্রাণীটিকে উদ্ধার করি। পরে হবিগঞ্জ প্রকৃতি ও বণ্যপ্রাণী সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহামেদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করে বৃহস্পতিবার বিরল প্রজাতির এই প্রাণী টিকে বন বিভাগের লোকজনদের নিকট বুজিয়ে দেওয়া হয়।

রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহামেদ চৌধুরী জানান, উদ্ধার হওয়া স্লো লরিশ প্রাণীটি এখন খুবই বিরল। দেখতে নিরীহ হলেও এটি মারাত্বক বিষাক্ত ও স্তন্যপ্রায়ী ভয়ংকর প্রাণী।

তিনি আরও জানান, প্রাণী এখনো অসুস্থ। চিকিৎসা দিয়ে স্লো লরিশ প্রাণীটিকে সুস্থ করে সাতছড়ি জাতীয় উদ্যোনে অবমুক্ত করা হবে।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ