মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যে আলাপ করলেন ড. মোমেন

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২২

মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যে আলাপ করলেন ড. মোমেন

সাকিব আহমেদ :: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আব্দুল মোমেন ও মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম বিশেষ আলোচনা করেছেন। স্বাস্থ্য খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে এই বিশেষ আলোচনা হয়েছে।

টুইটারে এক বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন টেলিফোনে মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিমের সঙ্গে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন। তাঁদের আলাপে দুই দেশের স্বাস্থ্য খাত নিয়ে আলোচনা হয়। স্বাস্থ্য খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা কিভাবে আরও বাড়ানো যায়, এ নিয়ে বিশদ কথা বলেন তাঁরা।

টুইটে বলা হয়, উভয় মন্ত্রী গত বছরের শেষের দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফর সফল হয়েছে উল্লেখ করে প্রশংসা করেন।

প্রসঙ্গত, গত বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপ সফর করেন। ওই সফরে ঢাকা ও মালের মধ্যে দ্বৈত কর পরিহার চুক্তিসহ স্বাস্থ্যসেবা ও চিকিৎসাবিজ্ঞান (নবায়ন) সমঝোতা স্মারক এবং উভয় দেশের যুব ও ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক সই হয়।

সিলনিউজ বিডি / ১৮ জানুয়ারি

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ