মিস ইউনিভার্সে অংশ নিতে পারবেন বিবাহিতরাও

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২২

মিস ইউনিভার্সে অংশ নিতে পারবেন বিবাহিতরাও

অনলাইন ডেস্ক :: ফের পরিবর্তন এলো মিস ইউনিভার্স প্রতিযোগিতার সিলেকশন প্রক্রিয়ায়। দীর্ঘ ৭০ বছর ধরে শুধুমাত্র অবিবাহিতরাই অংশগ্রহণ করতে পারতেন এই প্রতিযোগিতায়, এখন থেকে বিবাহিতরাও প্রতিযোগী হতে পারবেন।

জানা গেছে, আগামী বছর থেকেই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন বিবাহিত নারীরা, এমনকি মায়েরাও। অর্থাৎ ২০২৩ সাল থেকে এই প্রতিযোগিতায় বিবাহিত নারীরা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। একইসঙ্গে অন্তঃসত্ত্বা এবং সন্তানের মায়েরাও চাইলে নিজেকে মেলে ধরতে পারবেন।
সম্প্রতি মিস ইউনিভার্স কর্তৃপক্ষ একটি আন্তর্জাতিক পত্রিকাকে জানায়, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুরই পরিবর্তন ঘটে। এটা তারই অংশ। এই সিদ্ধান্তটা সময়ের নিরিখে খুবই স্বাভাবিক একটা সিদ্ধান্ত।

উল্লেখ্য, এর ফলে ৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন বিবাহিতরা। এদিকে মিস ইউনিভার্সের এমন সিদ্ধান্তকে যুগান্তকারী ও ঐতিহাসিক তা একবাক্যে স্বীকার করেছে গোটা ফ্যাশন দুনিয়া। সর্বশেষ ‘মিস ইউনিভার্স ২০২১’ হয়েছেন ভারতীয় সুন্দরী হারনাজ কৌর সান্ধু।

সূত্র : ইন্ডিপেন্ডেন্ট ও ইনসাইডার।

সূত্র : বিডি-প্রতিদিন

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ