মুমিনুলদের বিধ্বস্ত করা এপ্রিল সেরার মনোনয়ন পেলেন মহারাজ ও হার্মার

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, মে ৩, ২০২২

মুমিনুলদের বিধ্বস্ত করা এপ্রিল সেরার মনোনয়ন পেলেন মহারাজ ও হার্মার

অনলাইন ডেস্ক :: এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচনের জন্য মনোনয়ন প্রাপ্ত ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।সম্প্রতি টেস্ট সিরিজে বল হাতে বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়ে মনোনয়ন পেয়েছেন দুই প্রোটিয়া স্পিনার। তারা হলন- মহারাজ এবং সাইমন হার্মারের। এছাড়া মাসের সেরা হওয়ার লড়াইয়ে তালিকায় রয়েছেন ওমানের ওপেনার জাতিন্দার সিংও।

নিজেদের মাটিতে ওয়ানডে সিরিজে হারলেও টেস্টে বাজিমাত করেছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের টেস্ট সিরিজে সফরকারী বাংলাদেশকে হারিয়েছে ২-০ ব্যবধানে। এই সিরিজ জয়ে সবচেয়ে বেশি অবদান রাখেন প্রোটিয়া স্পিনার কেশভ মহারাজ। এছাড়া সাইমন হার্মারও বাংলাদেশকে বিধ্বস্ত করতে কম অবদান রাখেননি। দুইজন মিলে নিয়েছেন সর্বমোট ২৯টি উইকেট।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৫.১৫ গড়ে হার্মারের প্রাপ্তি ১৩ উইকেট। আর ১২.১২ গড়ে সর্বোচ্চ ১৬ উইকেট নেন বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। তালিকায় থাকা ওমানের ওপেনার জাতিন্দার সিং এপ্রিলে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ-২ এ ৮৬.৩৩ গড়ে করেছেন ২৫৯ রান।

এদিকে মাসসেরা হওয়ার তালিকায় রয়েছেন অ্যালিসা হিলি। অষ্ট্রেলিয়ার এই তারকা ব্যাটার ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে খেলেছিলেন ১৩৮ বলে ২৬ চারে ১৭০ রানের ইনিংস।

একই ম্যাচে ১২১ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলা ইংল্যান্ডের ন্যাট সিভারও আছেন সংক্ষিপ্ত তালিকায়। এছাড়া আছেন নামিবিয়া ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে ৬ ম্যাচে ১১৮ রান ও ১১ উইকেট নেওয়া উগান্ডার অল-রাউন্ডার জ্যানেট এমবাবাজি।

সূত্র : বিডি-প্রতিদিন

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
15161718192021
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ