মেডিকেল শিক্ষার্থীদের খাতা ভিন্ন কলেজে দেখানো উচিত: প্রধান বিচারপতি

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২১

মেডিকেল শিক্ষার্থীদের খাতা ভিন্ন কলেজে দেখানো উচিত: প্রধান বিচারপতি

অনলাইন সংস্করণ

মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার খাতা ভিন্ন কলেজে দেখানো উচিত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ‘বিএমডিসি বনাম শাহ এমডি আরমান অ্যান্ড আদার্স’ মামলার শুনানিতে বৃহস্পতিবার পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।

সৈয়দ মাহমুদ হোসেন বলেন, দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার খাতা তো একই বিশ্ববিদ্যালয় দেখে না। অন্য বিশ্ববিদ্যালয়ে সে খাতা দেখতে পাঠানো হয়। কিন্তু মেডিকেল কলেজের শিক্ষার্থীদের রিটেনের খাতা কাটা হয় এবং রেজাল্ট শিট করা হয় যে কলেজের শিক্ষার্থী সেই একই কলেজে। এটা উচিত না।

এ সময় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) পক্ষের আইনজীবী ব্যারিস্টার তানজীব উল আলম আদালতে যুক্ত ছিলেন। তাকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার খাতা একই কলেজে না দেখে এবং রেজাল্ট শিট না করে ডিফারেন্ট (ভিন্ন) মেডিকেল কলেজে পাঠিয়ে খাতা দেখানো ও রেজাল্ট শিট করানো উচিত।

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
15161718192021
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ