মৌলভীবাজারে অতিরিক্ত দামে ইলেকট্রনিকস পণ্য বিক্রি ও সয়াবিন তেলের বাজারে ভোক্তা-অধিকারের অভিযান

প্রকাশিত: ২:১৭ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২২

মৌলভীবাজারে অতিরিক্ত দামে ইলেকট্রনিকস পণ্য বিক্রি ও সয়াবিন তেলের বাজারে ভোক্তা-অধিকারের অভিযান

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় মঙ্গলবার (১৯ জুলাই) মৌলভীবাজার সদর উপজেলার চৌমুহনা, কোর্ট রোড, সেন্ট্রাল রোডসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালিত হয়।

সাম্প্রতিক সময়ে অতিরিক্ত গরম ও লোডশেডিং এর কারণে ইলেকট্রনিকস সামগ্রীর ব্যবসায়ীরা অতিরিক্ত দামে ফ্যান, চার্জ লাইট, চার্জার ফ্যান বিক্রয় করছেন এই ধরণের অভিযোগের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক আজকের অভিযান পরিচালিত হয়।

অতিরিক্ত দামে ইলেকট্রনিকস পণ্য বিক্রয় করা, যথাযথভাবে ক্রয় ও বিক্রয় ভাউচার সংগ্রহ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কোর্ট রোডে অবস্থিত মুন ইলেকট্রিককে ৫ শত টাকা, চৌমুহনাতে অবস্থিত আনছার ইলেকট্রিককে ২ হাজার টাকা, সেন্ট্রাল রোডে অবস্থিত চৌকুস ইলেকট্রিক্সকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

এছাড়াও সয়াবিন তেলের দাম ১৭ জুলাই থেকে লিটার প্রতি ১৪ টাকা কমিয়ে বিক্রি করার কথা, যেখানে ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৯৮০ টাকার জায়গায় ৯১০ টাকা এবং ১ লিটার ১৯৯ টাকার স্থলে ১৮৫ টাকা বিক্রি করবে খুচরা ব্যবসায়ীরা। এই বিষয়টিও নিশ্চিত করা জন্য তদারকি দল কাজ করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আজকের অভিযানে সকল ইলেকট্রনিকস ব্যবসায়ীদের ন্যায্য দামে ইলেকট্রনিকস পণ্য বিক্রয় করা এবং ক্রয় ও বিক্রয় ভাউচার সঠিকভাবে সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়। সয়াবিন তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চত করার লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে। আজকের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
15161718192021
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ