মৌলভীবাজারে পর্যটকদেরর জন্য ‘ট্যুরিস্ট বাস’

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২১

মৌলভীবাজারে পর্যটকদেরর জন্য ‘ট্যুরিস্ট বাস’

শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণের সুবিধার্থে এবং মৌলভীবাজার জেলার দর্শনীয় স্থানকে তুলে ধরতে প্রথমবারের মতো চালু হচ্ছে ‘ট্যুরিস্ট বাস’ সার্ভিস। এতে জেলায় ভ্রমণে আসা পর্যটকরা বিভিন্ন পর্যটন কেন্দ্রে স্বাচ্ছেন্দে ভ্রমণ করতে পারবেন।

আগামীকাল বৃহস্পতিবার অথবা শুক্রবার এর আনুষ্ঠানিকভাবে ট্যুরিস্ট বাস উদ্বোধনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার নূসরাত লায়লা নীরা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার বড়লেখা, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে রয়েছে সৌন্দর্যে ভরপুর চা বাগান, প্রাকৃতিক ঝর্ণা মাধবকুন্ড জলপ্রপাত,লাউয়াছড়া জাতীয় উদ্যান,গগণটিলা পাহাড়, খাসিয়া পল্লী, হাকালুকি হাওর, মাধবপুর লেক, সিতেশ বাবুর চিড়িয়াখানা, বাইক্কা বিলসহ অনেক দর্শনীয় স্থান, যেখানে প্রতিদিন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে দেশ-বিদেশের পর্যটকরা ছুটে আসেন।

কিন্তু যাতায়াতের সঠিক ধারণা না থাকায় দূরদূরান্তের পর্যটকরা দু-একটি দর্শনীয় স্থান দেখেই ফিরে যান। বাকিগুলোর সৌন্দর্য্য উপভোগ থেকে বঞ্চিত হন। আবার মাঝেমধ্যে তারা নানা বিড়ম্বনায়ও পড়েন। কম সময় ও কম খরচে অতি সহজে এসব পর্যটন কেন্দ্রগুলো দর্শনের ব্যবস্থা নিতেই জেলা প্রশাসন মৌলভীবাজারে চালু করতে যাচ্ছে ‘ট্যুরিস্ট বাস’।

মৌলভীবাজার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ট্যুর গাইড সৈয়দ রিজভী বলেন, ট্যুরিস্ট বাস চালু করতে জেলা প্রশাসনের উদ্যোগ নিশ্চিয় প্রশংসার দাবিদার। এতে করে দেশি-বিদেশী পর্যটক জেলায় উল্লেখযোগ্য হারে বাড়বে।

মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার নূসরাত লায়লা নীরা বলেন, “বৃহস্পতিবার অথবা শুক্রবার বিভাগীয় কমিশনার স্যার ‘ট্যুরিস্ট বাস’ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ লক্ষ্যে ব্যাপক প্রচারের জন্য গণমাধ্যমের সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, “৪০ সিটের দুইটি বাস দিয়ে দুইটি প্যাকেজে এ সার্ভিস চালু করা হচ্ছে। প্রথম প্যাকেজের ট্যুরিস্ট বাস প্রতিদিন সকাল ৯টায় পর্যটক নিয়ে শ্রীমঙ্গল থেকে যাত্রা শুরু করবে বড়লেখার দিকে। আর দ্বিতীয় প্যাকেজের বাস একই সময়ে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে বড়লেখা থেকে যাত্রা শুরু করবে। ভাড়া কত টাকা হবে, খাবারের ব্যবস্থা কি থাকবে সবকিছু জানানো হবে। যোগাযোগের জন্য দুটি মোবাইল নম্বার থাকবে, সেটা জানিয়ে দেওয়া হবে।”

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ