মৌলভীবাজারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মোবাইল কোর্ট

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০

মৌলভীবাজারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মোবাইল কোর্ট

স্বপন দেব,মৌলভীবাজার :
মৌলভীবাজারে আসন্ন শীতে করোনাভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে সকলের মাস্ক ব্যবহার ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মোবাইল কোর্ট শুরু করেছে জেলা প্রশাসন। সপ্তাহব্যাপী সচেতনতামূলক কার্যক্রম ও প্রচারণা শেষে এই মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন।

সোমবার (১৬ নভেম্বর) মৌলভীবাজার সদর উপজেলার চৌমুহনী, কোর্ট রোড, সেন্ট্রাল রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১৯টি মামলায় ৭ হাজার ৯০০ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।

এদিন মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান, মো. আরিফুল ইসলাম, মৌসুমি আক্তার, আসমা উল হুসনা, মো. তানভীর হোসেন, মো. রফিকুল ইসলাম ও অর্ণব মালাকার।

মাস্ক পরিধান নিশ্চিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানায় জেলা প্রশাসন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ