মৌলভীবাজারে ৫ প্রতিষ্ঠানে প্রায় ৭ লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০

মৌলভীবাজারে ৫ প্রতিষ্ঠানে প্রায় ৭ লক্ষ টাকা জরিমানা

বিকাশ দাশ মৌলভীবাজার প্রতিনিধি ::
র‌্যাব হেডকোয়ার্টারের ভ্রাম্যমান আদালতের একটি বিশেষ টিম মৌলভীবাজারে অভিযান চালিয়ে ১টি কনফেকশনারী ও ৪টি বেকারীসহ ৫টি প্রতিষ্ঠানকে ৬ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) মৌলভীবাজার শহরে দুপুরে এ অভিযান পরিচালনা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক মেজর আহমেদ নোমান জাকি।

সরেজমিনে দেখা যায়, মেয়াদোত্তীর্ণ বিস্কুট গুঁড়া করে দেওয়া হচ্ছে টোস্ট বিস্কুটে। নোংরা ট্রেতে তৈরী হচ্ছে বিস্কুট। মিষ্টিতে ব্যবহৃত হচ্ছে পরনো রস, মানবদেহের জন্য ক্ষতিকারক রঙ।আবার কোনো প্রতিষ্ঠানে মানব দেহের জন্য ক্ষতিকর রঙ মিশিয়ে খাদ্য উৎপাদন করা হচ্ছে। প্রায় সবকটি প্রতিষ্ঠানের কারখানাতেই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি হচ্ছে।

র‌্যাবের এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরির অভিযোগে শহরের জুগিডহর এলাকায় সম্রাট বেকারিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

একই দিনে শহরের বড়হাট এলাকায় গিয়ে দেখা যায় ন্যাশনাল ফুড নামক বেকারিতে নোংরা পরিবেশে মেঝেতে তৈরি খাবার রাখা হয়েছে। এই প্রতিষ্ঠানটিকেও এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া স্বাদকে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান জাকি বলেন, নোংরা পরিবেশে ভেজাল খাদ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য আইনে ৫টি প্রতিষ্ঠানকে ৬ লক্ষ ৭০ হাজার জরিমানা করা হয়েছে। এসব বিশাল পরিমাণ ভেজাল খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ