ম্যাচ জিতল বার্সা, হৃদয় জিতলেন নেশেরেত

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০

ম্যাচ জিতল বার্সা, হৃদয় জিতলেন নেশেরেত

স্পোর্টস ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়নস লিগ চলাকালে করোনায় আক্রান্ত হয়েছিলেন ডায়নামো কিয়েভের গোলরক্ষক।

যে কারণে বাধ্য হয়েই গত কয়েক ম্যাচ তৃতীয় গোলরক্ষক ১৮ বছর বয়সী রুসলান নেশেরেতকে নিয়ে মাঠে নামছে দলটি।

বুধবার রাতে বার্সেলোনার মতো শক্তিশালী দলের বিপক্ষেও এই রুশ তরুণ গোলরক্ষকই ভরসা করেই নামে ডায়নামো।

আর এ সুযোগ সেভাবে কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। সব মিলিয়ে বার্সেলোনার ১২টি জোরালো শট ঠেকিয়ে দেন নেশেরেত।

যে কারণে বড় জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি মেসির দল। ম্যাচশেষে ফুটবলপ্রেমীরা বলতেই পারেন, ম্যাচ জিতেছে বার্সেলোনা, তবে হৃদয় জিতলেন তরুণ নেশেরেত।

বুধবার রাতে ডায়নামোকে মাত্র ২-১ গোলে হারিয়েছে বার্সা। গোল দুটি করেছেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি ও ডিফেন্ডার জেরার্ড পিকে। একটি গোল শোধ করতে পারে ডায়নামোর শ্যাংকব।

ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যে লিড নেয় বার্সেলোনা। ডি-বক্সে মেসিকে ফাউল করেন ডায়নামো ডিফেন্ডার ডেনিস পপোভ। রেফারির বাঁশিতে পেনাল্টি পায় বার্সা। সফল স্পটকিক থেকে গোল করেন মেসি।

উল্লেখ্য, চলতি মৌসুমে এখনও পর্যন্ত ৩ গোল করেছেন মেসি। আর তিনটিই এসেছে পেনাল্টি থেকে।

ম্যাচের ৭ মিনিটের মাথায় আরও দুটি গোল পেতে পারত বার্সেলোনা।

তরুণ ফরোয়ার্ড পেদ্রির জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। এর কিছু মুহূর্ত পর গোলের খুব কাছে দাঁড়িয়েও বলটি জালে জড়াতে ব্যর্থ হন ফরাসি তারকা আঁতোয়া গ্রিজম্যান।

ম্যাচে ডায়নামোর আক্রমণভাগও ছিল বেশ ধারালো। পুরো ম্যাচে তিনটির বেশি শট অসাধারণভাবে বাঁচিয়েছেন বার্সার গোলরক্ষক মার্ক টের স্টেগান।

১-০ তে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে নেমে লিওনেল মেসির এক জাদুকরী ফ্রি-কিক থেকে নিশ্চিত এক গোল ঠেকিয়ে দেন নেশেরেত। কিকটি পোস্ট ঘেঁষে প্রায় ঢুকে যাচ্ছিল জালে। ঠিক আগমুহূর্তে চমৎকার নৈপুণ্য দেখিয়ে বলকে বাইরে পাঠান নেশেরেত।

তবে পরের মিনিটেই অবশ্য জেরার্ড পিকের হেড ফেরাতে পারেননি নেশেরেত। আনসু ফাতির ক্রসে দর্শনীয় হেড করে ব্যবধান দ্বিগুণ করেন এই স্প্যানিশ ডিফেন্ডার।

২-০ তে এগিয়ে যায় বার্সেলোনা। ম্যাচের ৭৫ মিনিটে ডায়নামোর ভিক্টর শ্যাংকব একটি গোল শোধ করেন। এ সময় ম্যাচে উত্তেজনা বেড়ে যায়। তবে বাকি সময় বার্সার রক্ষণভাগ আর ভাঙতে পারেননি ডায়নামোর স্ট্রাইকাররা। নেশেরেতকেও হার মানাতে পারেনি বার্সার কোনো খেলোয়াড়। এভাবেই বাকি সময়ে আর কোনো গোলের দেখা না মিললে এ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

এ জয়ের পর জি-গ্রুপে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে বার্সেলোনা। পরের তিন ম্যাচ থেকে আর মাত্র ২ পয়েন্ট পেলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে স্প্যানিশ জায়ান্টদের। একই গ্রুপে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ