যুবরাজের বাবাকে গ্রেফতারের দাবি

প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০

যুবরাজের বাবাকে গ্রেফতারের দাবি

স্পোর্টস ডেস্ক

হিন্দুধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিংকে গ্রেফতারের দাবি উঠেছে।

প্রস্তাবিত কৃষি বিল নিয়ে ভারতজুড়ে প্রতিবাদ করছেন কৃষকরা। কৃষকদের এ আন্দোলনে পাশে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন যোগরাজ সিং।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়- যুবরাজের বাবা বলেছেন, শত বছর মুঘলদের গোলামি করে হিন্দুরা বিশ্বাসঘাতক হয়ে গেছে।

যুবরাজ সিংয়ের বাবার বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনরা যোগরাজ সিংকে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতারের দাবি তুলেছেন।

এর আগে ভারতীয় সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে শয়তান বলেও মন্তব্য করে বিতর্কিত হয়েছিলেন যোগরাজ। তার দাবি মহেন্দ্র সিং ধোনির কারণেই প্রতিভা থাকা সত্ত্বেও ভারতীয় দল থেকে বাদ পড়েছে যুবরাজ।

প্রসঙ্গত, ভারতের বিশ্বকাপজয়ী তারকা অলরাউন্ডার যুবরাজ সিং জাতীয় দলের হয়ে ৪০ টেস্ট, ৩০৪ ওয়ানডে আর ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৭টি সেঞ্চুরির সাহায্যে ১১ হাজার ৭৭৮ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে শিকার করেন ১৪৮ উইকেট।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
15161718192021
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ