যেকোনো মুহূর্তে কিয়েভে রুশ আক্রমণের আশঙ্কায় মেয়র ক্লিটসকো

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২২

যেকোনো মুহূর্তে কিয়েভে রুশ আক্রমণের আশঙ্কায় মেয়র ক্লিটসকো

অনলাইন ডেস্ক :: ইউক্রেনের রাজধানী কিয়েভে যেকোনো সময় রাশিয়ার বাহিনী হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন শহরের মেয়র ভিটালি ক্লিটসকো। সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এমন আশঙ্কার কথা জানিয়েছেন।

মেয়র ভিটালি ক্লিটসো বলেন, শুক্রবার রুশ বাহিনী সমগ্র ইউক্রেনে হামলা চালিয়েছে। তাদের প্রধান টার্গেট কিয়েভ।
ইউক্রেনের আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং সাবেক এই বক্সিং চ্যাম্পিয়ন বলেন, তারা (রুশ বাহিনী) দলবদ্ধ হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে রাজধানীতে আমরা উল্লেখযোগ্য হামলার আশঙ্কা করছি।

তিনি আরও বলেন, তারা বিভিন্ন কৌশল অবলম্বনের চেষ্টা করছে এবং সঠিক পথ এবং সময়ের অপেক্ষা করছে। এ কারণে প্রতি ঘণ্টায় আমরা তাদের আক্রমণের আশঙ্কা করছি।

ইউক্রেনের জনগণের মনোবল শক্তিশালী রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের সহায়তা প্রয়োজন।

তিনি বলেন, আমাদের প্রচুর সমরাস্ত্র রয়েছে, যা সম্ভব আমরা করব। যতটা পারা যায়, আমরা তাদেরকে প্রতিহতের চেষ্টা করছি। আমরা জানি না কতক্ষণ টিকে থাকতে পারব। কিন্তু যতক্ষণ পারা যায় আমরা থাকব। রাশিয়া এবং দেশটির অর্থনীতি বিচ্ছিন্ন করতে বিশ্ববাসীর সমর্থন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র : সিএনএন

সূত্র : বিডিপ্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ