যে কারণে ভারতের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন জয়াবর্ধনে

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২১

যে কারণে ভারতের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন জয়াবর্ধনে

স্পোর্টস ডেস্ক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতের হেড কোচ পদে থাকছেন না রবি শাস্ত্রী। সে ইঙ্গিত দিয়েছেন রবি নিজেই।

ইতিমধ্যেই নতুন কোচের সন্ধানে নেমেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ভারতীয় ক্রিকেট সংশ্লিষ্টদের অনেকের পছন্দ অনিল কুম্বল। কুম্বলে এর আগেও ভারতের হেড কোচ ছিলেন। অধিনায়ক কোহলির সঙ্গে বনিবনা না হওয়ায় কোচের পদ ছাড়েন তিনি।

তবে গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কুম্বলের সঙ্গে যোগাযোগ করার আগেই শ্রীলংকার কিংবদন্তি ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনেকে ভারত দলের হেড কোচ হতে প্রস্তাব দিয়েছিল বিসিসিআই। কিন্তু জয়াবর্ধনে এমন লোভনীয় প্রস্তাব নাকচ করে দেন।

এমন খবরে অনেকেই হয়ত বিস্মিত হবেন। ভারত দলের কোচ হতে যেখানে যে কোনো আগ্রহী, সেখানে প্রস্তাব ফিরিয়ে দিলেন জয়াবর্ধনে!

এ বিষয়ে জানা গেছে, জয়াবর্ধনে নাকি নিজ দেশ শ্রীলংকা দলের কোচ হতে আগ্রহী।

তবে এরপরও তিনি ভারতের কোচ হতে আগ্রহ দেখাতে পারতেন, কিন্তু তাতে লাভ হতো না।

ভারতের হেড কোচ হওয়ার পথে বাধা আছে তার। জয়াবর্ধনে এখন আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ানসের কোচ।

বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব পালন করা কোনো ব্যক্তি অন্য কোনো পদ ধরে রাখতে পারবেন না। সেক্ষেত্রে ভারতের কোচ হলে জয়াবর্ধনে ছাড়তে হবে মুম্বাই ইন্ডিয়ানসের দায়িত্ব।

ভারত দলের কোচ হওয়ার চাইতে দুই মাসের টুর্নামেন্টের কোচ হওয়াকেই পছন্দ জয়াবর্ধনের।

শ্রীলংকার পক্ষে ১৪৯ টেস্ট এবং ৪৪৮ ওয়ানডে খেলা এই সাবেক তারকা ভারতের কোচ হওয়ার প্রস্তাব তাই লুফে নেননি।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ