যে কারণে রেগে গেলেন লিটন

প্রকাশিত: ৯:০৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২১

যে কারণে রেগে গেলেন লিটন

স্পোর্টস ডেস্ক

লিটন কুমার দাস

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ভালো পজিশনে ছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনে টাইগারদের সেই পজিশন নিজেদের করে নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। দ্বিতীয় দিনের খেলা শেষে বিনা উইকেটে পাকিস্তানের সংগ্রহ ১৪৫ রান।

প্রথম দিনে ১১৩ রানে অপরাজিত থেকে শনিবার ব্যাটিংয়ে নেমেই আউট হন লিটন দাস। খেলা শেষে ছয় বছরের ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি হাঁকানো লিটন সংবাদ সম্মেলনে গিয়ে মেজাজ হারান।

তাইজুল ইসলাম, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, মেহেদী হাসান মিরাজদের নিয়ে গড়া চট্টগ্রাম টেস্টের বোলিং বিভাগে নিজেদের সবচেয়ে ‘পুওর’ বোলিং লাইনআপ কিনা? এমন প্রশ্নে মেজাজ হারান লিটন।

তিনি বলেন, আপনি কীভাবে পুওর বোলিং লাইনআপ বলতে পারেন? যে কয়টা বোলার খেলছে সবাই তো টেস্ট বোলার। এবাদত ও রাহী এরা দুজনেই টেস্ট বোলার এবং অনেক সাহায্য করেছে, উইকেটও নিয়েছে। তাইজুল-মিরাজকে নিয়ে তো সন্দেহই নেই। তো এখানে পুওর বোলিংয়ের তো কিছু নেই।

লিটন কথার লড়াইয়ে জড়ালেও এবাদত প্রত্যাশিত মানের পারফরম্যান্স করতে পারছেন না। এবাদত টেস্টে ১০ ইনিংসে মাত্র ৮ উইকেট শিকার করেন।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ