যে প্রক্রিয়ায় দলে সুযোগ পেলেন সাব্বির

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২২

যে প্রক্রিয়ায় দলে সুযোগ পেলেন সাব্বির

ক্রীড়া প্রতিবেদক
আসন্ন এশিয়া কাপের জন্য শনিবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। যেখানে চমক হয়ে এসেছে সাব্বির রহমানের অন্তর্ভুক্তি। দীর্ঘদিন আলোচনার বাইরে থাকা এই ক্রিকেটারকে কোন প্রক্রিয়া অনুসরণ করে দলে নেয়া হয়েছে, সেটি ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

নানা জল্পনা-কল্পনার পর এশিয়া কাপের দল ঘোষণা করেছে বিসিবি। সাকিব আল হাসানের ‘বেটউইনার নিউজ’ বিতর্ক ঘিরে দল ঘোষণা নিয়ে নানা নাটকের পর দলের অধিনায়ক করা হয়েছে তাকেই। সেই সঙ্গে দলে সাব্বির রহমানের অন্তর্ভুক্তি ছিল বড় চমক।

ঘরোয়া ক্রিকেটে উল্লেখযোগ্য পারফরম্যান্স না করেই সাব্বিরের প্রত্যাবর্তন প্রসঙ্গে নান্নু বলেছেন, দলে আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাসম্পন্ন একজন মিডল অর্ডার ব্যাটার দরকার ছিল। সেই বিবেচনায় এসেছেন তিনি। ঘরোয়া টি-২০ খেলেছে সাব্বির। তাছাড়া আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাও রয়েছে তার। তাই তার ব্যাপারে চিন্তাভাবনা করেছি আমরা।

কোন পারফরম্যান্সের কারণে দলে এসেছেন সাব্বির রহমান? নাকি অন্যরা পারফর্ম করতে পারছেন না বলেই তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে? এমন বেশ কিছু প্রশ্ন হয়তো ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে। এমনটা জানতে চেয়েছিলেন গণমাধ্যমকর্মীরাও।

তাদের প্রশ্নের জবাবে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, কিছু কিছু জায়গায় কিছু খেলোয়াড়কে এভাবে দেখা হয় যে, তাদের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা আছে কিনা। যেহেতু এবার আমাদের ইনজুরির তালিকা অনেক বড়, আর একটি মিডল অর্ডার ব্যাটারকেও আমাদের দরকার।

তিনি যোগ করেন, ওয়ানডে খেলার জন্য সাব্বির রহমানকে এ টিমের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ পাঠিয়েছি। সেখানেও সে আন্তর্জাতিক ক্রিকেটের ধাঁচ পাবে। আশা করছি, সাব্বির সেই অভিজ্ঞতা এশিয়া কাপে কাজে লাগাতে পারবে।

সাব্বির রহমানকে দলে নেয়ার ব্যাপারে সাকিব আল হাসানের কোনো চাহিদা ছিল কিনা, এই প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেন, আমাদের সবারই চাহিদা ছিল। আমরা সবাই আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি বলেই সাব্বিরকে দলে নেয়া হয়েছে।
এস:এম:শিবা

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
25262728293031
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ