রাজশাহীতে করোনায় আরও ১৮ জনের মৃত্যু

প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২১

রাজশাহীতে করোনায় আরও ১৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।

এর আগের ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছিল।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১৩ জনই রাজশাহী জেলার। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের একজন ও নওগাঁর চারজন মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে আটজনের করোনা পজিটিভ ছিল। আর ১০ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

এ নিয়ে চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৬৩ জনের মৃত্যু হলো।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি রয়েছেন ৪০৪ জন।

আগের দিন ভর্তি ছিলেন ৪১০ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৩০৯টি।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ