র‍্যাব করাপটেড না : দিরাইয়ে পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২২

র‍্যাব করাপটেড না : দিরাইয়ে পররাষ্ট্রমন্ত্রী

সিলনিউজ বিডি ডেস্ক :: সিলেট-১ আসনের এমপি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমাদের যে র‍্যাব তারা কাজে-কর্মে অত্যন্ত দক্ষ। তারা করাপটেড না। আমাদের দেশে সন্ত্রাসী কিন্তু তাদের কারণে কমেছে। গত কয়েক বছরে হলি আরটিজানের হামলার পর আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হয়নি। এই সাফল্য সম্ভব হয়েছে র‍্যাবের কারণে।

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুর ১টায় সুনামগঞ্জের দিরাইয়ে জগদল ইউনিয়নের নদগীপুর গ্রামে জিআর ফাউন্ডেশন কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কিছু লোক আছে- যারা দেশে অঘটন ঘটায়, দুর্নীতি করে। যারা আইনশৃঙ্খলা পছন্দ করে না। র‍্যাব তাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে আছে তাই তারাই র‍্যাবের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটা খুবই দুঃখজনক, আমরা তাদের জানাবো। বিদেশ একতরফা তথ্য পেয়ে নিষেধাজ্ঞা জারি করেছে। তাই আমরা আহ্বান জানাবো- আপনারা দেশে আসেন। সত্য ঘটনা উদঘাটন করেন।

শুক্রবার নদগীপুর গ্রামে বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক, জেড আর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও জেড গ্রুপের কর্ণধার জিল্লুর হোসাইনের বাংলাদেশ আগমন উপলক্ষে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীমা শাহরিয়ার ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
25262728293031
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ