লকডাউন বাস্তবায়নে সিলেটে ১৪ পয়েন্টে বাঁশের ব্যারিকেড!

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২১

লকডাউন বাস্তবায়নে সিলেটে ১৪ পয়েন্টে বাঁশের ব্যারিকেড!

নিজস্ব প্রতিবেদক :: চলমান লকডাউন বাস্তবায়নে সিলেট নগরীতে দিনে দিনে আরো কঠোর হচ্ছে পুলিশ।পরিবহণ চলাচল বন্ধ রাখতে আজ সোমবার সিলেট নগরী ও নগরীর আশেপাশে ১৪টি পয়েন্টে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ।বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আজ সকাল ৮টায় এসব ব্যারিকেড দেয়া হয়।

আজ সোমবার অন্যান্য দিনের ন্যায় লকডাউনের মধ্যেও সকাল বেলা রিকশা, সিএনজি অটোরিকশা, প্রাইভেট গাড়ীসহ বিভিন্ন ধরণের গাড়ী নিয়ে অনেকে বের হন রাস্তায়। কিন্তু নগরীর মোড়ে মোড়ে পুলিশের বাঁশের ব্যারিকেড দেখে অনেকটা বিপাকে পড়েন তারা। এসব যানবাহন নিয়ে ফিরিয়ে যেতে হয় তাদের। আর যাত্রীরা পায়ে হেঁটে হেঁটে নিজ নিজ গন্তব্যে যেতে দেখা গেছে।তবে লকডাউনের মধ্যে জরুরী যেসব গাড়ী চলাচলের অনুমতি রয়েছে এসব যানবাহন চলাচলে বাঁশের ব্যারিকেড তুলে দিয়ে চলাচলের সুযোগ করে দিতে দেখা গেছে পুলিশের লোকজনদের। সোমবার সকাল ৮টার দিকে হুমায়ন রশিদ চত্বর, মেন্দিবাগ পয়েন্ট, বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, টিলাগড়, মদিনা মার্কেট, এয়ারপোর্ট রোড, তেমুখি পয়েন্টসহ মোট ১৪টি পয়েন্টে এসব বাঁশের ব্যারিকেড দেয় পুলিশের ট্রাফিক বিভাগ।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতি. উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জৌতির্ময় সরকার বলেন, লকডাউন আরো শক্ত করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। তবে লকডাউনের আওতামুক্ত যেসব যানবাহন রয়েছে এসব যানবাহন চলাচল করতে দেয়া হচ্ছে বলে জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
15161718192021
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ