লুটপাট অব্যাহত রাখতেই গ্যাস-বিদ্যুতের দামের খড়গ জনগণের উপর

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৩

লুটপাট অব্যাহত রাখতেই গ্যাস-বিদ্যুতের দামের খড়গ জনগণের উপর

অনলাইন ডেস্ক

এবি পার্টির নেতৃবৃন্দ বলেছেন, লুটপাট অব্যাহত রাখতেই গ্যাস-বিদ্যুতের দামের খড়গ জনগণের উপর চাপাচ্ছে।

এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে শুক্রবার উপুর্যুপুরি গ্যাস, বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এ কথা বলেন।
ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্টির আহবায়ক ও সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী।

এ সময় সোলায়মান চৌধুরী বলেন, অর্থনৈতিক সংকটে জনগণের নাভিশ্বাস উঠেছে। ডলারের সংকটে ব্যবসায়ীরা এলসি করতে পারছে না। সামনে আসছে রমজান ও সেচ মৌসুম। এই মুহূর্তে সরকার উপুর্যুপুরি গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়ে চলেছে। এই সংকটময় মুহূর্তেও লুটপাট অব্যাহত রাখতেই সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করছে।

এ সময় আরও বক্তব্য রাখেন মজিবুর রহমান মন্জু, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া। আলতাফ হোসাইন, এম ইলিয়াস আলী, আব্দুল হালিম খোকন, মিনহাজুল আবেদীন শরীফ, ফিরোজ কবির, সফিউল বাসার, আহমাদ বারকাজ নাসির প্রমুখ।

বিডি-প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ