শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, মে ১৮, ২০২২

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ
অনলাইন ডেস্ক

 

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গতকাল মঙ্গলবার খারিজ হয়ে গেছে। এদিন পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে ১১৯টি ভোট পড়ে। খবর আল-জাজিরার।

গতকাল প্রধান বিরোধীদল সামাগি জানা বেলাওয়েগায়া পার্লামেন্টে তামিল ন্যাশনাল অ্যালায়েন্সের আনা অনাস্থা প্রস্তাবে সমর্থন দেয়। যার বিরোধীতা করে ক্ষমতাসীন দল পদুজানা পেরামুনা ও নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি।
বর্তমান অর্থনৈতিক সঙ্কটের কারণে রাষ্ট্রপতির বিরুদ্ধে ক্রমবর্ধমান মতবিরোধকে কারণ দেখিয়ে বিরোধীরা পদক্ষেপটি নেয়। ১৯৪৮ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতার পর থেকে দ্বীপ দেশটি সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে। যার ফলে জ্বালানি, খাদ্য এবং ওষুধের ঘাটতি দেখা দিয়েছে দেশটিতে।

এদিকে, দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কা আগামী দিনে আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। তিনি বলেন, আগামী কয়েক মাস আমাদের জীবনের বাঁচানো সবচেয়ে কঠিন হবে। সত্যকে আড়াল করার এবং জনগণের কাছে মিথ্যা বলার কোনও ইচ্ছা আমার নেই।

বিডি-প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ