শ্রুতি সিলেটের বর্ষবরণ উৎসব বৃহস্পতিবার পহেলা বৈশাখ

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২২

শ্রুতি সিলেটের বর্ষবরণ উৎসব বৃহস্পতিবার পহেলা বৈশাখ

সিলনিউজ ডেস্ক :: বাঙ্গালির বড় শক্তি হচ্ছে তার ভাষা, তার সংস্কৃতি। পহেলা বৈশাখ আমাদেরকে নতুন ভাবে পথ চলার সহস যোগায়।

আবহমান বাংলার ঐতিহ্য বাংলা নতুন বর্ষকে বরণ করতে সিলেটের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন শ্রুতি-সিলেট প্রতিবারের মতো এবারো বৃহস্পতিবার পহেলা বৈশাখ ১৪২৯, ১৪ এপ্রিল ২০২২ ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের সুবিদবাজারস্থ প্রাথমিক ক্যাম্পাসে সকাল ৯ টা হতে দুপুর ১টা পর্যন্ত আয়োজন করেছে ‘শ্রুতি বর্ষবরণ উৎসব-১৪২৯ বাংলা’।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিনহা, জেলা প্রশাসক মো. মজিবর রহমান, পরিতোষ ঘোষ অতিরিক্ত পুলিশ কমিশনার, নিরাজ কুমার জয়সওয়াল-সহকারী হাই কমিশনার, ভারতীয় হাই কমিশন সিলেট, ফয়সাল মাহমুদ উপ পুলিশ কমিশনার প্রমুখ।

অর্ধদিবস ব্যাপী আয়োজনে থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনে প্রথমেই থাকবে সপ্তসুরে আহ্বান, থাকবে সম্মেলক পরিবেশনা, একক পরিবেশনা।

সমবেত সংগীত এবং নৃত্য পরিবেশন করবেন অনুষ্ঠান আয়োজক শ্রুতি-সিলেট, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সিলেট, গীতবিতান-বাংলাদেশ, দ্বৈতস্বর, ছন্দনৃত্যালয়, সুরের ভূবন, ভাবুক, ললিত মঞ্জরী, প্রমা দেবী ও তার দল প্রমুখ।

এতে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ