সাকিব ইস্যুতে পাপনের ভারতযাত্রা নিয়ে যা বলছে বিসিবি

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২২

সাকিব ইস্যুতে পাপনের ভারতযাত্রা নিয়ে যা বলছে বিসিবি

অনলাইন ডেস্ক :: সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবুও আইপিএলের মেগা নিলামে দুইবার তার নাম তোলা হলেও শেষ পর্যন্ত কোনো ফ্র্যাঞ্চাইজিই তাকে নিয়ে আগ্রহ দেখায়নি।

২০১১ সালের পর এই প্রথম আইপিএলে দল পাননি বাংলাদেশ সেরা এই অলরাউন্ডার।
মঙ্গলবার দেশের ক্রিকেটপাড়ায় গুঞ্জন রটে সাকিবকে আইপিএলে দল পাইয়ে দেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতির সঙ্গে দেখা করতে ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এ বিষয়ে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, এমন একটি নিউজ আমি দেখেছি; কিন্তু এ ধরনের খবর পুরোপুরি ভিত্তিহীন।

তবে বিসিবির প্রধান নির্বাহী জানান, সাকিব ইস্যুতে নয়, বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে কলকাতা যাচ্ছেন বিসিবি সভাপতি।

তিনি জানান, সম্প্রতি আমন্ত্রণপত্র পেয়েছেন পাপন। কলকাতায় ভারত ও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ উপভোগ করার জন্য এই আমন্ত্রণপত্র পেয়েছেন তিনি। তবে বিপিএল খেলা চলমান থাকায় এখনও কোনো সিদ্ধান্ত নেননি বিসিবি সভাপতি।

সাকিবের ইস্যুতে পাপনের কলকাতা সফরের গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি জানান, ‘আইপিএল যেহেতু একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, নির্দিষ্ট কোনো ক্রিকেটারের জন্য কোনো ধরনের সহযোগিতা করার কোনো এখতিয়ার নেই বিসিবি। এমনকি বিসিসিআইয়েরও এই এখতিয়ার নেই।’

সূত্র : বিডি-প্রতিদিন

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
15161718192021
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ