সিলেটের চার ল্যাবে আরো ৪৪৮ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ৭:৫৯ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২১

সিলেটের চার ল্যাবে আরো ৪৪৮ জনের করোনা শনাক্ত

সিল নিউজ ডেস্ক

সিলেটে দিন দিন বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ। সিলেটে সোমবার একদিনে ৪৪৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাব, সরকারি বক্ষব্যাধি হাসপাতালের ল্যাব, শহীদ শামসুদ্দিন হাসপাতালের এন্টিজেন ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব সুত্র জানায়, সোমবার ওসমানীর ল্যাবে ২৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

সরকারি বক্ষব্যাধি হাসপাতালে ৭৬ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

আর, শহীদ শামসুদ্দিন হাসপাতালের এন্টিজেন ল্যাব ৪৭ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ ল্যাব ইনচার্জ নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

নতুন শনাক্তদের মধ্যে সিলেটের ২৭ জন, সুনামগঞ্জ জেলার ১৮ জন এবং মৌলভীবাজার জেলার ৭৫ জন রয়েছেন।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ