সিলেটের লিডিং ইউনিভার্সিটিতে পরমাণু শক্তির প্রয়োজনীয়তা বিষয়ক সেমিনার

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২১

সিলেটের লিডিং ইউনিভার্সিটিতে পরমাণু শক্তির প্রয়োজনীয়তা বিষয়ক সেমিনার

 

নিউজ ডেস্ক :: সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে বাংলাদেশের প্রেক্ষাপটে পরমাণু শক্তির প্রয়োজনীয়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনলাইনে বিশ্ববিদ্যালয়ের IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের উদ‍্যোগে Necessity of Nuclear Power in the Context of Bangladesh শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী, সন্মানিত অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা উপস্থিত ছিলেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বনমালী ভৌমিক, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হাই এবং সচিব মেজর (অব) শায়েখুল হক চৌধুরী।

সেমিনারে বাংলাদেশে পাওয়ার জেনারেশনের অতীত, বর্তমান এবং পরবর্তী দৃশ্যপট, নবায়নযোগ্য শক্তি এবং প্রচলিত পাওয়ার প্লান্টের সঙ্গে পারমাণবিক শক্তির তুলনা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা বৈশিষ্ট্য বিষয়ে আলোচনা করেন নিওক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের এ‍্যাসিস্টেন্ট ম‍্যানেজার (ইঞ্জিনিয়ারিং) ইঞ্জিনিয়ার মো. আব্দুর রহমান।

আইইই এলইউ স্টুডেন্ট ব্রাঞ্চের কাউন্সেলর আফসানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রুমেল এমএস রহমান পীর।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ইইই বিভাগের শিক্ষার্থী মেহজাবিন তাবাস্সুম এবং তিথি মনি দাস। এতে আইইই এলইউ স্টুডেন্ট ব্রাঞ্চের সদস্যসহ লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
15161718192021
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ