সিলেটে থানার ভেতরে পুলিশকে মেরে পালানোর চেষ্টা করেন সেই ‘ছাত্রলীগ কর্মী’ সৌরভ!

প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২১

সিলেটে থানার ভেতরে পুলিশকে মেরে পালানোর চেষ্টা করেন সেই ‘ছাত্রলীগ কর্মী’ সৌরভ!

অনলাইন ডেস্ক

সিলেট নগরীর চৌহাট্টায় ট্রাফিক সার্জেন্টকে মারধরের সময় নিজেকে ছাত্রলীগ কর্মী দাবিকারী সৌরভকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। থানায় নিয়ে যাওয়ার পর সেখানেও এক পুলিশ সদস্যের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে পালানোর চেষ্টা করেন কথিত সেই ছাত্রলীগ কর্মী।

বিষয়টি সিলেট মেট্রোপলিট পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানানো হয়।

শনিবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর চৌহাট্টায় সিগন্যাল অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টাকালে বাঁধা দেয়ায় ট্রাফিক পুলিশের এক সার্জেন্টকে মারধর করেন সৌরভ চৌধুরী (২১) নামের এক যুবক।

সৌরভ সিলেটের টুকেরবাজার এলাকার পীরপুর গ্রামের সন্তোষ ঘোষের ছেলে। সে নিজেকে ছাত্রলীগ কর্মী বলে দাবি করেছে। এ ঘটনায় সৌরভ ও তার ভাই বাদল চৌধুরীকে ২৯) গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার পর ট্রাফিক সার্জেন্ট হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন। এ ঘটনায় ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ জসিম উদ্দিন বাদি হয়ে কোতোয়ালি থানায় মামলা (নং-৩৪) দায়ের করছেন।

এদিকে এসএমপি শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, সৌরভ ও বাদলকে গ্রেফতার করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়ার পর থানা প্রাঙ্গনে হাতকড়া পরা অবস্থায়ই থানায় কর্তব্যরত পুলিশ সদস্য সাইফুর রহমান মিন্টুর উপর হামলে পড়েন ‘ছাত্রলীগ কর্মী’ সৌরভ। এসময় সাইফুরকে এলোপাথাড়ি কিল-ঘুষি মেরে তার পরনের সরকারি পোষাক টেনে-হিঁচড়ে ছিঁড়ে পুলিশ হেফাজত হতে পালানোর চেষ্টা করেন সৌরভ।

এর আগে শনিবার দুপুর ১২টার দিকে নগরীর চৌহাট্টা পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চারদিকের সড়কেই গাড়ির লম্বা লাইন লেগে যায়। এসময় ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ জসিম উদ্দিন দুদিকের গাড়ি বন্ধ করে দুদিকের গাড়ি ছাড়েন। কিন্তু ছাত্রলীগ কর্মী সৌরভ সার্জেন্টের সিগন্যাল অমান্য করে মোটরসাইকেল নিয়ে এগিয়ে যেতে চাইলে জসিম উদ্দিন বাঁধা দেন। এসময় সৌরভ উত্তেজিত হয়ে ‘আমি ছাত্রলীগ করি। ফোন দিলে তর অবস্থা বেহাল হবে’ এ কথা বলে ট্রাফিক সার্জেন্টের দিকে তেড়ে গিয়ে মারধর শুরু করেন। এতে ট্রাফিক সার্জেন্ট জসিম বেশ আহত হন।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ দ্রুত চৌহাট্টা পয়েন্টে গিয়ে সৌরভ ও তার ভাই বাদলকে আটক করে থানায় নিয়ে যায় এবং ট্রাফিক সার্জেন্ট জসিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ বলেন, ছাত্রলীগ কর্মী পরিচয় দানকারী সৌরভ নামের এক যুবক ট্রাফিক সার্জেন্ট জসিমকে বেধড়ক মারধর করেছে। পরে সৌরভ ও তার বাদলকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে জসিম উদ্দিন বাদি হয়ে মামলা দায়ের করছেন। রোববার তাদের আদালতে প্রেরণ করা হবে।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ