সিলেটে পীর হাবিবুর রহমানের মরদেহে ফুলেল শ্রদ্ধা

প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২২

সিলেটে পীর হাবিবুর রহমানের মরদেহে ফুলেল শ্রদ্ধা

সাকিব আহমেদ :: পীর হাবিুবর রহমানের মরদেহে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ভীড়।

বরেণ্য সাংবাদিক, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ও পীর হাবিুবর রহমানের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন সিলেটের মানুষেরা।

রোববার রাত ৯টায় মরদেহবাহী অ্যাম্বুলেন্স সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌঁছায়।

এর আগ থেকে সেখানে সিলেটের সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদসহ নানা শ্রেণি ও পেশার মানুষজন জড়ো হন।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শোকের প্রতীক কালো কাপড়ে মোড়ানো স্টেজে রাখা হয় প্রয়াত পীর হাবিবুর রহমানের মরদেহ।

একে একে ধারাবাহিকভাবে সিলেটের সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বিভিন্ন সংগঠনসহ নানা শ্রেণি ও পেশার মানুষজন ফুলেল শ্রদ্ধা জানান।

  


সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সুনামগঞ্জ পৌর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে তাঁর মরদেহ। এরপর বাদ জোহর সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদে এবং নিজ গ্রাম মাইজবাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন পীর হাবিবুর রহমান।

উল্লেখ্য, শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পীর হাবিবুর রহমান মারা যান। শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পীর হাবিবুর রহমান স্ট্রোক করলে তাকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি মারা যান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
15161718192021
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ