সিলেটে প্রয়াত চিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্ত-এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে দু’দিনব্যাপী অনুষ্ঠানমালা ১১ ফেব্রুয়ারি শনিবার শুরু

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৩

সিলেটে প্রয়াত চিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্ত-এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে দু’দিনব্যাপী অনুষ্ঠানমালা ১১ ফেব্রুয়ারি শনিবার শুরু

সংবাদ বিজ্ঞপ্তি :: সিলেটে চারুকলার প্রতিষ্ঠাতা প্রয়াত চিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্ত-এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট নগরের ‘পেন্সিল আর্ট স্কুল’-এর উদ্যোগে দু’দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ১১ ফেব্রুয়ারি শনিবার ‘স্মৃতিতে অরবিন্দ দাসগুপ্ত’ শিরোনামে বিশেষ কর্মশালা। কর্মশালাটি সিলেট নগরের কুয়ারপাড়স্থ পার্বন মিউজিক্যাল সাউন্ড সিস্টেম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীদের ১০ ফেব্রুয়ারি শুক্রবারের মধ্যে নাম তালিকাভুক্ত করতে ০১৭১২-৫৪৫৭৩৬-এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন দেশবরেণ্য চিত্রশিল্পী তরুণ ঘোষ। পরদিন ১২ ফেব্রুয়ারি রবিবার সকাল ৮টায় প্রয়াত চিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্তের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে এবং ‘অরবিন্দ দাসগুপ্ত মেলা’র উদ্বোধন করবেন দেশবরেণ্য চিত্রশিল্পী তরুণ ঘোষ। এরপর সকাল ১০টায় সিলেট নগরের জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপ: প্লে-নার্সারি, বিষয়-ইচ্ছামত, মাধ্যম-ইচ্ছামত; ‘খ’ গ্রুপ: ১ম-৩য় শ্রেণি, বিষয়-ইচ্ছামত, মাধ্যম-ইচ্ছামত; ‘গ’ গ্রুপ: ৪র্থ-৬ষ্ঠ শ্রেণি, বিষয়-ইচ্ছামত, মাধ্যম-ইচ্ছামত ও ‘ঘ’ গ্রুপ: ৭ম-১০ম শ্রেণি, বিষয়-ইচ্ছামত, মাধ্যম-ইচ্ছামত। চিত্রকাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের ১০ ফেব্রুয়ারি শুক্রবারের মধ্যে নাম তালিকাভুক্ত করতে ০১৭১২-৫৪৫৭৩৬-এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

চিত্রাংকন প্রতিযোগিতায় সকল প্রতিযোগীদের শুধুমাত্র কাগজ সরবরাহ করা হবে। অন্যান্য উপকরণ প্রতিযোগীদেরকে সঙ্গে নিয়ে আসতে হবে। এদিন দুপুর ১২টায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় নাচ, গান, আবৃত্তি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্ব সন্ধ্যা ৬টায় জন্মদিনের কেক কাটা, স্মৃতিচারণমূলক আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, অরবিন্দ দাসগুপ্ত হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে ১৯৫১ সালের ১২ ফেব্রুয়ারী জন্মগ্রহণ করেন। এই গুণী চিত্রশিল্পী ২০২১ সালের ১৮ জুলাই রবিবার সকাল ১০টা ২২ মিনিটে সিলেট নগরের শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিংবদন্তি এই চিত্রশিল্পী মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে সন্তান ও ১ মেয়ে সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী, আত্বীয়-স্বজন এবং হাজার হাজার ছাত্র-ছাত্রী রেখে গেছেন। শিল্পকর্মে নিবেদিত প্রাণ গুণী শিল্পীর খ্যাতি দেশজুড়ে রয়েছে। চিত্রশিল্পী ও চিত্রকলার শিক্ষক হিসেবে তিনি অসংখ্য সৃষ্টি ও শিক্ষার্থী তৈরি করে গেছেন। তিনি বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলার প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। তিনি শিশু চারু বিদ্যালয় ‘চারুকলি’র প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য সিলেট নগরের ‘পেন্সিল আর্ট স্কুল’-এর পরিচালক মো: এনামুল হক বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন। – বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ