সিলেটে ভ্যাকসিন নিয়েছেন প্রায় ২ লাখ নারী-পুরুষ

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২১

সিলেটে ভ্যাকসিন নিয়েছেন প্রায় ২ লাখ নারী-পুরুষ

ডেস্ক :: গত ৭ ফেব্রুয়ারি থেকে সিলেটসহ সারা দেশে শুরু হওয়া করোনাভাইরাসের জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে টিকা নিয়েছেন ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জন। এর মধ্যে সিলেটে প্রায় ২ লাখ নারী-পুরুষ নিয়েছেন ভ্যাকসিন।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

অধিদফতর জানায়, মোট টিকা নেওয়া ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জনের মধ্যে পুরুষ ২০ লাখ ১২ হাজার ১৮১ জন আর নারী ১০ লাখ ৯৮ হাজার ৩৪৪ জন। দেশে গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টিকাদান কর্মসূচি প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত চলছে।

রবিবার দেশে টিকা নিয়েছেন এক লাখ ২৫ হাজার ৭৫২ জন। তাদের মধ্যে পুরুষ ৭৫ হাজার ১৫৫ জন আর নারী ৫০ হাজার ৫৯৭ জন।

অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট টিকা নেওয়া ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জনের মধ্যে সিলেট বিভাগের আছেন এক লাখ ৯২ হাজার ৯১ জন, ঢাকা বিভাগের আছেন নয় লাখ ৪১ হাজার ৩৩৯ জন, ময়মনসিংহ বিভাগের আছেন এক লাখ ৩৫ হাজার ১২৪ জন, চট্টগ্রাম বিভাগের আছেন ছয় লাখ ৮১ হাজার ৮০৩ জন, রাজশাহী বিভাগের আছেন তিন লাখ ৪৩ হাজার ৯১০ জন, রংপুর বিভাগের আছেন দুই লাখ ৮৪ হাজার ২৩০ জন, খুলনা বিভাগের আছেন তিন লাখ ৮৪ হাজার ৫৫৬ জন ও বরিশাল বিভাগের আছেন এক লাখ ৪৭ হাজার ৪৭২ জন।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ