সিলেটে স্কুল খোলার প্রথম দিন, প্রাথমিকে উপস্থিতি ৬২ শতাংশ

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২১

সিলেটে স্কুল খোলার প্রথম দিন, প্রাথমিকে উপস্থিতি ৬২ শতাংশ

 

 

নিউজ ডেক্স :: দেড়বছর পর খুলেছে দেশের প্রায় সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান। খুলেছে সিলেট বিভাগের প্রাথমিক স্কুলগুলোও। প্রথমদিন নানা আয়োজনে শিক্ষার্থীদের বরণ করেছেন শিক্ষকবৃন্দ। উপস্থিতিও যথেষ্ট আশাব্যঞ্চক ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মহামারী করোনা মোকাবেলায় সিলেটসহ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রায় দেড়বছর বন্ধ ছিল। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় রোববার থেকে সবধরণের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট বিভাগের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রথম দিনের উপস্থিতি মোটামুটি সন্তোজনক ছিল। প্রাথমিক শিক্ষা অফিসের সিলেট বিভাগীয় উপপরিচালক মুসলেম উদ্দিন জানিয়েছেন প্রথমদিনে বিভাগের প্রাথমিক স্কুলগুলোতে উপস্থিতির হার ছিল ৬২ ভাগ। এটি অত্যন্ত আশাব্যঞ্জক। খুব তাড়াতাড়ি এই হার আরও বাড়বে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিলেটের আম্বরখানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ পাল দিপু জানিয়েছেন, তার স্কুলে উপস্থিতি ছিল প্রায় ৮০ ভাগ।

তবে শহরের স্কুলগুলোর তুলনায় গ্রামের স্কুলে উপস্থিতি কিছুটা কম ছিল। বিয়ানীবাজারের দেবারাই সরাকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনা বেগম জানিয়েছেন, তার স্কুলে উপস্থিতি ছিল প্রায় ৫০ ভাগের মত।

তবে শিক্ষকবৃন্দ জানিয়েছেন, শিক্ষার্থীরা যথেষ্ট উৎসাহী। দীর্ঘদিন বন্ধ থাকার পর স্কুল খোলায় তারা উচ্ছসিত।

 

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ