সিলেটে স্বেচ্ছাসেবক লীগের অনুষ্ঠানে মঞ্চ মাতালো ‘জলের গান’

প্রকাশিত: ৯:৩৭ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২১

সিলেটে স্বেচ্ছাসেবক লীগের অনুষ্ঠানে মঞ্চ মাতালো ‘জলের গান’

অনলাইন ডেস্ক
মুজিববর্ষ উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে চলছে ১০ দিনব্যাপী আলোচনা সভা ও বিভিন্ন অনুষ্ঠান। টানা আয়োজনের ৬ষ্ঠ দিনে স্বেচ্ছাসেবক লীগের অনুষ্ঠানে মঞ্চ মাতালো দেশের জনপ্রিয় ও ভিন্ন মাত্রার ব্যান্ড দল ‘জলের গান’।

সোমবার সন্ধ্যায় অনুষ্ঠানের সূচি অনুযায়ী আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শুরু হয় ‘জলের গান’ এর পরিবেশনা। তাদের সাথে নেচে-গেয়ে দীর্ঘসময় আনন্দে কাটায় আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এর আগে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজের সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠুর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ, সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম মাহবুবুল হাসান, উপ পানি সম্পদ বিষয়ক সম্পাদক জামিল আহমদ, সদস্য এডভোকেট কামাল আহমদ, সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিটি কাউন্সিলর আফতাব হোসেন খান, সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েস।

সভায় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মো. সানোয়ার, জগদীশ চন্দ্র দাস, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা এনাম উদ্দিন, জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম আহমদ সেলিম, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামসুল আলম সেলিম, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর মো. মজির উদ্দিন, মহানগর আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্তী রনি, উপ প্রচার সম্পাদক সোয়েব আহমদ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সদস্য মুক্তার খান, এমরুল হাসান, সুদীপ দে, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ সোহেল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সারাদেশে স্বেচ্ছাসেবক লীগ অত্যন্ত সু-সংগঠিত। দলের যেকোন কর্ম-সম্পাদনে তাদের প্রত্যেক নেতাকর্মী খুবই আন্তরিক। সিলেটেও স্বেচ্ছাসেবক লীগের কর্মতৎপরতা চোখে পরার মতো। এজন্য তারা অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য। বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়নে আওয়ামী পরিবারের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত করতে পারবো।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ