সিলেট নগরীতে ডিম ও মোরগের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২২

সিলেট নগরীতে ডিম ও মোরগের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা

সিলনিউজ বিডি ডেস্ক :: সিলেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ১১ টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২১ আগস্ট) এসব অভিযান পরিচালনা করেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ ও ভোক্তার সহকারী পরিচালক মো. সেলিম মিয়া।

ভোক্তা অধিকার অধিদপ্তর জানায়- সিলেট নগরীর লালবাজার, লামাবাজার এবং হাউজিং এস্টেট এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এসময় ডিম ও পোলট্রি ব্যবসায়ীদের পাকা রশিদ সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন না করায় এ ১১ টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ জানান, আমরা ব্যবসায়ীদের ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও আইনকানুন মেনে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করি। আমরা ভোক্তাদের স্বার্থে এমন অভিযান অব্যাহত রাখবো।

অভিযানে ভোক্তা অধিকার অধিদপ্তরকে সহায়তা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও সংশ্লিষ্ট বাজার কমিটির নেতৃবৃন্দ।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ