সুনামগঞ্জে সাংবাদিক নির্যাতনের তীব্র প্রতিবাদ ইমজার

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১

সুনামগঞ্জে সাংবাদিক নির্যাতনের তীব্র প্রতিবাদ ইমজার

অনলাইন ডেস্ক :: সুনামগঞ্জের তাহিরপুর যাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদের সংগ্রহে দুর্বৃত্তদের চরম নির্যাতনের শিকার হয়েছেন দৈনিক সংবাদ এবং সিলেট থেকে প্রকাশিত দৈনিক শুভ প্রতিদিনের তাহিরপুর উপজেলা প্রতিনিধি কামাল হোসেন।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তির আওতায় আনার আহবান জানিয়েছে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েসন (ইমজা) সিলেট।

এক বিবৃতিতে ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক সজল ছত্রী বলেন, মিথ্যা অভিযোগ এনে যেভাবে একজন সংবাদকর্মীকে নৃশংস কায়দায় নির্যাতন চালানো হয়েছে তাতেই প্রতিয়মান হয়, এই দুর্বৃত্তরা একটি সংগঠিত চক্র এবং কালো টাকার জোরেই তারা এসব করার সাহস পায়।

উল্লেখ্য, সংবাদ সংগ্রহে গেলে ঘাঘটিয়া গ্রামের মাহমুদ আলী শাহসহ কয়েকজন লোকের নেতৃত্বে সাংবাদিক কামাল হোসেনের ওপর দু দফায় নির্যাতন চালানো হয়।
প্রধান নির্যাতনকারী ও তাদের গডফারাদারদের বিরুদ্ধে দ্রুুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান ইমজা নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ