সুরমা নদীর উপর ঝুলন্ত ব্রিজ চান এমপি হাবিব

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২২

সুরমা নদীর উপর ঝুলন্ত ব্রিজ চান এমপি হাবিব

সাকিব আহমেদ ::

সিলেট-৩ আসনের এমপি ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব সুরমা নদীর উপর ঝুলন্ত ব্রিজ স্থাপনের দাবি জানিয়েছেন।

রবিবার (২৩ জানুয়ারি) জতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর ভিত্তি করে বক্তব্য প্রদানকালে এ দাবি উত্থাপন করেন। এছাড়াও এমপি হাবিব ফেঞ্চুগঞ্জে একটি ইপিজেড (আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল), বালাগঞ্জে একটি কৃষি শিল্প স্থাপনা, সিলেটে একটি সরকারি চক্ষু হাসপাতাল ও প্রবাসীদের জন্য একটি এনআরভি ভিলেজ প্রতিষ্ঠার দাবি জানান।

একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর রবিবার বক্তৃতায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য আরও বলেন, ২০১৮ সালের নির্বাচন হয়েছে বলে আজ সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। সিলেটসহ দেশের সাম্প্রতিক যতগুলো ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে বা হচ্ছে সবগুলোতেই বিএনপির প্রার্থীরা স্বতন্ত্র হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারায়ণগঞ্জের মতো জায়গায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনই প্রমাণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে চলেছে একটি অবাধ, সুষ্ঠু ও সকলের অংশগ্রহণমূলক নির্বাচন।

এমপি হাবিব বলেন, সিলেটের সুরমা নদীর উপর একটি ঝুলন্ত সেতুর স্বপ্ন দেখেছিলেন প্রয়াত সংসদীয় চিফ হুইফ হুমায়ুন রশীদ চৌধুরী। এটি নির্মাণ হলে দক্ষিণ ও উত্তর সুরমাবাসীদের যোগাযোগের ক্ষেত্র অনেকটা সহজ হবে।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ