সেই আজভস্টালের সেনাদের ফেরত দিল রাশিয়া

প্রকাশিত: ২:৫৭ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২২

সেই আজভস্টালের সেনাদের ফেরত দিল রাশিয়া

অনলাইন ডেস্ক :: ইউক্রেনের সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ বুধবার একটি বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময়ের মাধ্যমে নিজেদের ১৪৪ সেনাকে ফিরিয়ে আনতে সমর্থ হয়েছে ইউক্রেন।

বন্দি বিনিময়ের মাধ্যমে আসা ১৪৪ সেনার মধ্যে ৯৫ জন মারিউপোলে যুদ্ধ করেছিলেন এবং আজভস্টালে আশ্রয় নিয়েছিলেন।

আশ্রয় নেওয়া ইউক্রেনীয় সেনা ও আজভ ব্রিগেডের সদস্যদে ধরতে আজভস্টালে রুশ সেনারা সবচেয়ে বেশি হামলা চালিয়েছে।

রাশিয়ার আক্রমণের তীব্রতা বাড়ার পর সেখানে থাকা সব ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিলেন।

ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব সেনাদের রাশিয়া ফেরত দিয়েছে তাদের মধ্যে সবাই গুরুতর আহত।

এ ব্যাপারে বিবৃতিতে বলা হয়েছে, আরেকবার বন্দি বিনিময় হয়েছে। যে ১৪৪ জন ঘরে ফিরেছে তাদের ধন্যবাদ। রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর সবচেয়ে বড় বন্দি বিনিময় এটি। ১৪৪ জনের মধ্যে ৯৫ জন আজভের রক্ষী ছিলেন। তার মধ্যে ৪৩ জন আজভ ব্রিগেডের সদস্য।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মুক্তি পাওয়া বেশিরভাগ ইউক্রেনীয় সেনারা গুরতর আহত: গুলির এবং শ্রাপনেলের ক্ষত, বিস্ফোরণের ক্ষত, পোড়া, হাড় ভাঙা ও অঙ্গহীন। তাদের সবাইকে জরুরি চিকিৎসা ও মানসিক সহায়তা দেওয়া হয়েছে।

তবে কোন শর্তের মাধ্যমে বন্দি বিনিময় করেছে সেটি জানায়নি ইউক্রেন। তাছাড়া রাশিয়ার কতজন সেনাকে তারা ফেরত দিয়েছে সেটিও বলেনি।

সূত্র : সিএনএন

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ