সেই ‘শাহানা’ হলেন সুমনা সোমা

প্রকাশিত: ৮:১৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২২

সেই ‘শাহানা’ হলেন সুমনা সোমা

আনন্দনগর প্রতিবেদক :: ২০১৯ সালের ২১ জুলাই রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে নিহত হন তাসলিমা বেগম রেনু নামের এক নারী। মর্মান্তিক সেই ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে এক খণ্ডের নাটক ‘শাহানা’।

মাহমুদ দিদারের পরিচালনায় নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী সুমনা সোমা।

সম্প্রতি রাজধানীর রামপুরার কয়েকটি লোকেশনে এর শুটিং সম্পন্ন হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে সুমনা সোমা বলেন, ‘বিভিন্ন ধরনের গল্পের নাটকে এখন পর্যন্ত অভিনয় করেছি। তবে এ নাটকটির গল্প আমার মাথায় ঢুকে গেছে। এতে আমি অভিনয় করতে গিয়ে ইমোশনাল হয়ে গিয়েছিলাম। মানুষের অমানবিকতা এবং নৃশংসতা কোন পর্যায়ে পৌঁছেছে তা এই নাটকের গল্পে দেখা যাবে। শুটিংয়ের সময় বার বার চোখ ভিজেছে আমার। আশা করছি দর্শকেরও ভালো লাগবে নাটকটি।’

১৯ জানুয়ারি নাটকটি চ্যানেল আইতে প্রচার হয়েছে। নাটকটির অন্য চরিত্রে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, রওনক হাসান, রুদ্র হক প্রমুখ।
এদিকে বর্তমান সময়ে সিনেমায় অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। সাখাওয়াত হোসেনের পরিচালনায় ‘বীরাঙ্গনা’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন সুমনা সোমা। এতেও নাম ভূমিকায় অভিনয়ে দেখা যাবে তাকে।

এরই মধ্যে এ সিনেমাটির প্রথম পর্যায়ের শুটিং শেষ হয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে মানিকগঞ্জের একটি লোকেশনে এটির পরবর্তী অংশের শুটিং সম্পন্ন হবে। এছাড়া এ অভিনেত্রীর হাতে রয়েছে আরও কয়েকটি সিনেমার কাজ। যেগুলোর কাজ পর্যায়ক্রমে শেষ হবে বলে জানিয়েছেন তিনি।

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
যুগান্তর

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ