স্কাউটস আন্দোলনে জনপ্রতিনিধিদের ভূমিকা রাখতে হবে – বিভাগীয় কমিশনার

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২১

স্কাউটস আন্দোলনে জনপ্রতিনিধিদের ভূমিকা রাখতে হবে – বিভাগীয় কমিশনার

গোলাপগঞ্জ প্রতিনিধি

লাইফ স্কিল বেইজড এডুকেশন ফর রোভার স্কাউটস এর তিন দিনব্যাপী কোর্সের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকাল ৪টায় গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ আঞ্চলিক স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রে কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের প্রধান পৃষ্টপোষক ও সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ডক্টর মুহাম্মদ মোশাররফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন স্কাউট এর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে ও স্কাউটস এর হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালে সোনার বাংলা গড়ার পেছনে স্কাউটস এর অবদান অনস্বীকার্য। স্কাউটস আন্দোলনে স্থানীয় জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে হবে। দেশ গড়তে জনপ্রতিনিধিদের পাশাপাশি স্কাউটদের সহযোগিতা কাম্য।

জাতীয় উপ কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) শাহিন রাজুর সভাপতিত্বে ও রোভার মাহিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির, ইউনিসেফ প্রতিনিধি কাজি দিল আফরোজা ইসলাম, আঞ্চলিক স্কাউটস সিলেট অঞ্চলের কমিশনার মুবিন জায়গীরদার, সিলেট স্কাউটসের সম্পাদক মহিউর রহমান মুমিত। উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা প্রমুখ।

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ