হাওর এলাকার জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষনে সবাইকে এগিয়ে আসতে হবে- মৌলভীবাজারে বিভাগীয় কমিশনার

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২২

হাওর এলাকার জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষনে সবাইকে এগিয়ে আসতে হবে- মৌলভীবাজারে বিভাগীয় কমিশনার

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিভাগীয় কমিশনার ড. মো: মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন , হাওর এলাকার জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষনে সবাইকে এগিয়ে আসতে হবে।
বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষন ও মানুষের জীবনমান এবং সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদক ও বাল্যবিবাহসহ অন্যান্য সামাজিক অপরাধ নিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, হাওরের উন্নয়নে ইমামরা প্রতি শুক্রবার মসজিদে বয়ান দিতে পারেন। তাছাড়া বাল্যবিবাহ এবং মাদক সম্পর্কেও মানুষকে সচেতন করতে পারেন।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মুজাহিদুল ইসলাম। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ- পরিচালক মো: আনোয়ারুল কাদির।
এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন মসজিদের ইমাম,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ