হ্যাটট্রিক জয়ে শীর্ষে কোহলির বেঙ্গালুরু

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২১

হ্যাটট্রিক জয়ে শীর্ষে কোহলির বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ের রথ চলছেই। টানা তিন ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের পর রোববার বেঙ্গালুরু হারায় সাকিব আল হাসানদের কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর)। টানা এই এই তিন ম্যাচ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রাখল বেঙ্গালুরু।

রোববার চেন্নাইয়ের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে গ্লেন ম্যাক্সওয়েল ও এবি ডি ভিলিয়ার্সের ঝড়ো ব্যাটিংয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪ উইকেটে ২০৪ রানের পাহাড় গড়ে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

দলের হয়ে ৪৯ বলে ৯ চার ও তিন ছক্কায় ৭৮ রান করেন বেঙ্গালুরুর অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার ম্যাক্সওয়েল। ৩৪ বলে ৯ চার ও তিন ছক্কায় অপরাজিত ৭৬ রান করেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডি ভিলিয়ার্স।

অথচ ইনিংসের শুরুতে মাত্র ৯ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বেঙ্গালুর। সেই অবস্থা থেকে দলকে খেলায় ফেরান ম্যাক্সওয়েল। তৃতীয় উইকেটে পাদিক্কলের সঙ্গে গড়েন ৮৪ রানে জুটি।

টার্গেট তাড়া করতে নেমে এক উইকেটে ৫৭ রান করা কেকেআর এরপর ৫৭ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায়। শেষ দিকে সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে ব্যাটিং তাণ্ডব চালান কেকেআরের ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ২৫ বলে ২৬ রান করে ফেরেন সাকিব। ২০ বলে ৩১ রানে ফেরেন রাসেল। ৮ উইকেটে ১৬৬ রানে ইনিংস গুটায় কেকেআর। ৩৮ রানের জয় পায় বেঙ্গালুরু।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ