৪১ সালের মধ্যে দেশ উন্নয়নে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে: তাজুল ইসলাম

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৩

৪১ সালের মধ্যে দেশ উন্নয়নে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে: তাজুল ইসলাম

অনলাইন ডেস্ক

২০৪১ সালের মধ্যে দেশ উন্নত বিশ্বের সাথে তালমিলিয়ে উন্নয়নে সিঙ্গাপুর ও মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম শুক্রবার দুপুরে কুমিল্লার তিতাস উপজেলার লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়ন, যোগাযোগ ও অর্থনৈতিকভাবে অনেক দূর এগিয়েছে। শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ উন্নয়নে একধাপ এগিয়েছে। মেট্রোরেল, চট্টগ্রামের কর্ণফুলি টানেলসহ দেশে বড় বড় মেগা প্রকল্পের কাজ এগিয়ে চলছে। আওয়ামী লীগ সরকারের ভিশন-২০৪১ বাস্তবায়িত হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন হবে।
মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। এ সরকার যতবার দেশে ক্ষমতায় এসেছে, দেশের উন্নয়ন ততই ত্বরান্বিত হয়েছে।

স্থানীয় লালপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাবেক প্রধান বিচারপতি ব্যারিস্টার তফাজ্জল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ সময় কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল ইসলাম বাবলু, কুমিল্লা জেলা প্রশাসক শামীম আলম, তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অব. মোহাম্মদ আলী, দাউদকান্দি পৌরমেয়র নাইম ইউসুফ সেইন, কুমিল্লা জেলা পরিষদ সদস্য কাইয়ূম হোসাইন উপস্থিত ছিলেন।

বিডিপ্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ