৪ বলে ৪ উইকেট হোল্ডারের

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২২

৪ বলে ৪ উইকেট হোল্ডারের

ক্রীড়া ডেস্ক ::

২০ নম্বর ওভারের প্রথম বলে কোনো রান দেননি হোল্ডার। পরের ৪ বলে ৪ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় চিরস্থায়ী হন ক্যারিবীয় ফাস্ট বোলার। ক্রিকেটীয় পরিভাষায় এটাকে ‘ডাবল হ্যাটট্রিক’ বলে। হোল্ডারের ডাবল হ্যাটট্রিকে ১৭ রানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজ। টি-২০ ক্রিকেটে এখন পর্যন্ত হ্যাটট্রিক হয়েছে ২৭টি। তাতে ৪ বলে ৪ উইকেট বা ডাবল হ্যাটট্রিক রয়েছে চারটি। প্রথম ডাবল হ্যাটট্রিক করে আফগানিস্তানের বিশ্বসেরা রশিদ খান।

২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি ভারতের দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ বলে ৪ উইকেট নেন। একই বছর ১৯ সেপ্টেম্বর পাল্লেকেলেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল হ্যাটট্রিক করেন ল্যাসিথ মালিঙ্গা। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার ডাবল হ্যাটট্রিক করেন নেদারল্যান্ডসের বিপক্ষে। হোল্ডার পরশু রাতে ২০ নম্বর ওভারের ২, ৩, ৪ ও ৫ বলে ক্রিস জর্ডান, স্যাম বিলিংস, আদিল রশিদ ও সাকিব মাহমুদকে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক পোলার্ড ৪১ রান করেন ২৫ বলে ১ চার ও ২ ছক্কায়। ১৮০ রানের টার্গেটে খেলতে ৬ উইকেটে ১৬২ রান তুলে মঈন আলির দল। ৬ বলে দরকার ছিল ২০ রান। প্রথম বলে নোসহ ২ রান দেন। পরের বলে রান দেননি। পরের চার বলে চার উইকেট নিয়ে বিরল কীর্তি গড়েন। প্রথম ক্যারিবীয় বোলার হিসেবে টি-২০ ক্রিকেটে হ্যাটট্রিক, ডাবল হাটট্রিক করেন। ডাবল হ্যাটট্রিকের পর জেসন হোল্ডারকে ক্যারিবীয় কিংবদন্তি স্যা গ্যারী সোবার্স অভিনন্দন জানান। ম্যাচ শেষে ম্যাচ সেরা হোল্ডারের স্পেল ছিল ২.৫-০-২৭-৫ ।

সংক্ষিপ্ত স্কোর  :
ওয়েস্ট ইন্ডিজ : ১৭৯/৪, ২০ ওভার (কিং ৩৪, মেয়ার্স ৩১, পুরান ২১, পোলার্ড ৪১*, পাওয়েল ৩৭*। রশিদ ২/১৭, লিভিংস্টোন ২/১৭) ।

ইংল্যান্ড : ১৬২/১০, ১৯.৫ ওভার (ব্যান্টন ১৬, ভিন্স ৫৫, মঈন ১৪, বিলিংস ৪১। আকিল ৪/৩০, হোল্ডার ৫/২৭, স্মিথ ১/৪১) ।

ফল : ওয়েস্ট ইন্ডিজ ১৭ রানে জয়ী ।

সিরিজ : ৫ ম্যাচ সিরিজ ওয়েস্ট ইন্ডিজ ৩-২ ব্যবধানে জয়ী ।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ