২০২৪ বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলতে টাইগারদের সামনে যে সমীকরণ

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২২

২০২৪ বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলতে টাইগারদের সামনে যে সমীকরণ

অনলাইন ডেস্ক :: সেমিফাইনালের দুয়ার থেকেই যেনো টাইগারদের ফিরে আসা। হাতের নাগালেই যেন ছিল সব, তবুও পুরনো অসুখ আর হৃত মনোবল বাড়াল হতাশা।

পাকিস্তানের হারের পর প্রশ্ন উঠলো বাংলাদেশ কী সরাসরি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবে? পয়েন্ট টেবিলের হিসেব বলছে না। কারণ ছয় দলের টেবিলে বাংলাদেশ পাঁচে। যেখান থেকে সরাসরি খেলার সুযোগ পাবে প্রথম চার দল। সবমিলিয়ে দুই গ্রুপের সেরা আট সরাসরি খেলবে বিশ্বকাপের মূল পর্বে।

তবে উপায় একটা আছে, সে হল র‌্যাংকিং। কারণ সামনের বিশ্বকাপে সরাসরি মূলপর্বে খেলার সুযোগ পাবে মোট ১২ দল। যেখানে এবারের পয়েন্ট টেবিলের সেরা আট। সাথে স্বাগতিক দুই দেশ ওয়েস্ট ইন্ডিজ আর যুক্তরাষ্ট্র। এই দশের পর বাকি থাকে ২। আর সেই দুইয়ে সরাসরি খেলার সুযোগ পেয়ে যাবে বাংলাদেশ আর আফগানিস্তান। তবে কথা আছে, ১৪ নভেম্বরর পর্যন্ত থাকতে হবে র‌্যাংকিংয়ের দশের মধ্যে। দশ থেকে ১১ হলেই সব গড়বড়।

সেই হিসেবে ৯ নম্বরে থাকা বাংলাদেশের সরাসরি মূলপর্বে খেলা নিশ্চিতই বলা যায়। যদিও আইসিসির চূড়ান্ত ঘোষণা আসবে ১৪ নভেম্বর। সেখানেই জানানো হবে ২০২৪ বিশ্বকাপে সরাসরি খেলছে কারা।

বিশ্বকাপে সরাসরি খেলছে যারা

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। ২০২২ বিশ্বকাপের সেরা আট দল: নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।

র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে
বাংলাদেশ ও আফগানিস্তান (এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি)

সূত্র : আইসিসি

সূত্র : বিডি প্রতিদিন

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
25262728293031
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ