কাইয়া-রাজার ব্যাটে প্রতিরোধ গড়ছে জিম্বাবুয়ে

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২২

কাইয়া-রাজার ব্যাটে প্রতিরোধ গড়ছে জিম্বাবুয়ে

অনলাইন ডেস্ক :: বাংলাদেশের দেয়া ৩০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খেলেও ইনোসেন্ট কাইয়া ও সিকান্দার রাজার ব্যাটে প্রতিরোধ গড়ছে জিম্বাবুয়ে।

দলীয় ৬ রানের মাথায় ২ উইকেট হারালেও প্রতিরোধ গড়ে দু’জনেই পেয়েছেন ফিফটির দেখা। এই জুটিতেই জয়ের স্বপ্ন দেখছে স্বাগতিকরা।
৬৬ বলে দারুণ এক ফিফটি তুলে নিয়েছেন কাইয়া। অন্যদিকে তাসকিন আহমেদের বল তুলে মারতে গিয়ে পায়ে চোট পেলেও লড়াই চালিয়ে যান রাজা। বল ব্যাটের কানায় লেগে তার পায়ের নিচের দিকে আঘাত করে। তবে তাতেও দমে যাননি তিনি। প্রাথমিক চিকিৎসা নিয়ে ফের ক্রিজে দাঁড়িয়ে যান। এরপর তাসকিনেরই পরের ওভারে রাজার ক্যাচ ছাড়েন বদলি ফিল্ডার তাইজুল ইসলাম। জীবন পেয়ে নিজের ২১তম ফিফটি তুলে নেন রাজা, বল খেলেছেন ৫৭টি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৮৩ রান।

এর আগে বাংলাদেশের দেয়া ৩০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় জিম্বাবুয়ে। দলীয় ৬ রানের মাথায় ২ উইকেট হারায় জিম্বাবুয়ে।

প্রথম ওভারেই আঘাত হানলেন মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টারকে কাট করতে গিয়ে স্টাম্পে বল টেনে আনলেন জিম্বাবুইয়ান অধিনায়ক রেগিস চাকাভা। ২ রান করেই ফিরলেন বোল্ড হয়ে।

পরের ওভারেই আঘাত হানেন শরিফুল ইসলাম। তার ওই ওভারের পঞ্চম বলে মোসাদ্দেক হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আরেক জিম্বাবুইয়ান ওপেনার তারিসাই মুসাকান্দা (৪)।

সেই ধাক্কা সামলে স্বাগতিকদের ঘুরে দাঁড়ানোর পথ দেখাচ্ছিলেন ইনোসেন্ট কাইয়া ও ওয়েসলে মাধেভেরে। দুজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে গড়েছিলেন ৫৬ রানের জুটি। কিন্তু ১৪তম ওভারে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে ফেরেন মাধেভেরে (১৯)। মেহেদি হাসান মিরাজের করা ওই ওভারে আলতো টোকায় বল মিড-উইকেটে পাঠিয়ে দেন কাইয়া। এক রান ঠিকঠাক পূর্ণও করেন তারা। ওদিকে সেখানে থাকা ফিল্ডার মাহমুদুল্লাহর হাত গলে বল বেরিয়ে গেলে দ্বিতীয় রানের লক্ষ্যে দৌড়ান দুই ব্যাটার। কিন্তু মাহমুদুল্লাহ সঙ্গে সঙ্গে বল ফেরত পাঠালে বোলার মিরাজ মাধেভেরে ক্রিজে ব্যাট স্পর্শ করার আগেই নন-স্ট্রাইক প্রান্তের স্ট্যাম্প ভেঙে দেন।

এর আগে হারাতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম আর তিন বছর পর ওয়ানডেতে ফেরা এনামুল হক বিজয়ের ফিফটিতে ভর করে ২ উইকেট হারিয়ে ৩০৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

সূত্র : বিডি প্রতিদিন

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ