এমবাপ্পে কেন ক্যামেরার ফোকাসে নেই?

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২২

এমবাপ্পে কেন ক্যামেরার ফোকাসে নেই?

অনলাইন ডেস্ক ::

দুর্বার গতি, দুরন্ত ছন্দ; প্রতিপক্ষকে ছন্নছাড়া করতে তিনি কখনো কখনো একাই একশ’। যার গতিকে অনেক সময় ছোঁয়াও মুশকিল হয়ে পড়ে। ২০১৮ বিশ্বকাপে তিনি ছিলেন সেরা উদীয়মান।

এবার ২৪ ছোঁয়ার আগেই হতে চলেছেন জ্বলন্ত সূর্য। প্রথমবারেই ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে পেয়েছেন বিশ্ব জয়ের স্বাদ। এবারও তেমন বিশ্বকাপ জয়ের পথেই আছে তার দল।
এবার চার ম্যাচেই ৫ গোল করেছেন এমবাপ্পে। এখন পর্যন্ত চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় সবার ওপরে তিনি। তার ধারে কাছে নেই কেউ।

এছাড়া সবমিলিয়ে দুই বিশ্বকাপে তার গোল সংখ্যা ৯টি। রেকর্ডের পাতায় নাম লিখিয়ে তিনি কিংবদিন্ত পেলেকে (৭টি) ছাড়িয়ে এককভাবে চূড়ায় বসেছেন। ভেঙে দিলেন পর্তুগিজ গ্রেট ইউজেবিওর সবচেয়ে কম বয়সে বিশ্বকাপের আট গোলের রেকর্ডও। ২৪ বছর ১৮২ দিন বয়সে ৮ গোল করেছিলেন ইউজেবিও। এমবাপ্পে রেকর্ডটি নিজের করে নেন মাত্র ২৩ বছর ৩৪৯ দিন বয়সে।

এতো অর্জনের পরও কেমন যেনো এমবাপ্পে ক্যামেররা ফোকাসে নেই। এক লিওনেল মেসি কিংবা নেইমারকে নিয়ে যতো আলোচনা হয়; এমবাপ্পেকে নিয়ে ততোটা নয়। কিন্তু কেন?

প্রথম কারণ হতে পারে এমবাপ্পেকে নিয়ে সোস্যাল মিডিয়ায় তেমন হাইপ নেই। তার ফলোয়ারের সংখ্যাও নেইমার-মেসিদের মতো বেশি নয়। দ্বিতীয়ত আলো ছড়ানো এমবাপ্পে খুব একটা আসতে চান না প্রচারের আলোয়। এবারের বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে তাকে সংবাদ সম্মেলনেই আসতে দেখা যায়নি। তবে অনেকে মনে করছেন, এমবাপ্পের গায়ের রঙও একটা কারণ হতে পারে।

আর যারা মনে করেন গায়ের রঙটাও একটা ফ্যাক্ট। তাদের মতে এখনও পশ্চিমা মিডিয়া মগ্ন সাদাদের বন্দনায়। সে কারণেই মেসির দিকে যতোটা আলো পড়ছে, একই বীরত্ব দেখিয়েও এমবাপ্পের দিকে ততোটা পড়ছে না।

বিডি প্রতিদিন

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ