সিলেট ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০
স্পোর্টস ডেস্ক :;
শিরোপা হারানোর পরই জ্বলে উঠল বার্সেলোনা। লিগের ৩৮তম অর্থাৎ শেষ ম্যাচটি ছিল কেবল নিয়ম রক্ষার।
আর এ ম্যাচেই নিজেদের জাত চেনাল বার্সা। সেরা পারফরম্যান্স উপহার দিলেন মেসি-সুয়ারেজ-আনসু ফাতিরা।
শুক্রবার রাতে দুর্বল আলাভেসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছেন কিকে সেতিয়েনের শিষ্যরা। এদিন জোড়া গোল করেছেন মেসি।
মেনডিজরোজায় খেলতে গিয়ে ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে মেসির দল।
প্রথম ২০ মিনিটের মধ্যেই আর্তুরো ভিদাল ও লিওনেল মেসির তিনটি শট গোলবারে লেগে ফিরে আসে। ভাগ্য সহায় হয় আলাভেসদের।
তবে ম্যাচের ২৩ মিনিট পর্যন্তই ভাগ্য প্রসন্ন থাকে আলাভেসের।
২৪ মিনিটের সময় অধিনায়ক মেসির দারুণ এক এসিস্টকে গোলে পরিণত করেন তরুণ আনসু ফাতি।
১-০ তে লিড নেয়ার পর আরও চাঙ্গা হয়ে ওঠেন কাতালানরা। ৩৪ মিনিটের মাথায় মেসি নিজেই আঘাত করেন।
রিকি পুইগের পাস থেকে ডি-বক্সে জায়গা বানিয়ে নিজের ২৪তম গোলটি করেন মেসি । প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে ৪৪ মিনিটের মাথায় জর্দি আলবার ক্রসে হেড দিয়ে স্কোরলাইন করেন ৩-০ সুয়ারেজ।
দ্বিতীয়ার্ধে নেমে শুরুতে খেলা গোছাতে থাকে বার্সা। এতে খেলার ধার কিছুটা কমে। কিন্তু এ সুযোগও কাজে লাগাতে পারেননি আলাভেসরা।
উল্টো ৫৭ মিনিটের সময় ফ্রেঞ্চ ডিফেন্ডার নেলসন সেমেডুর বুলেট গতির শটে হতভম্ব হয়ে পড়েন আলাভেসের গোলরক্ষক।
এক হালি পূরণ হয় বার্সেলোনার। এতেও তুষ্টি মেলেনি কাতালানদের। ৭৫ মিনিটের সময় ফের গোল করে প্রতিদ্বন্দ্বী রিয়ালের করিম বেনজেমা থেকে গোল ব্যবধান বাড়ান মেসি।
২৫ গোল পূর্ণ করে লিগের সর্বোচ্চ গোলদাতা হন মেসি।
বাকি সময়ে আর কোনো গোল হয়নি। আলাভেসকে ৫-০ গোলে হারিয়ে ম্যাচ শেষ করে বার্সেলোনা।
এই জয়ের পরও রিয়াল মাদ্রিদের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে লিগ শেষ করল বার্সেলোনা। বার্সার পয়েন্ট ৮২ । এদিকে একই দিনের ম্যাচে লেগানেসের সঙ্গে ২-২ গোলে ড্র করা চ্যাম্পিয়ন রিয়ালের সংগ্রহ ৮৭ পয়েন্ট।
তথ্যসূত্র: গোল ডট কম
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি